adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে দুই পরিবর্তন!

BD_Cricketer1456855378ক্রীড়া প্রতিবেদক : আজ ২ মার্চ বুধবার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের! অনুমিতভাবেই মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাওয়া দেশসেরা ওপেনার তামিম ইকবাল দলে আসছেন।
 
সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া তামিম ইকবাল কাল পাকিস্তানের বিপক্ষে দলে ফিরছেন। তামিমের ফিরে আসায় মোহাম্মদ মিথুনকে একাদশের বাইরে থাকতে হবে। সৌম্য সরকার ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও পূর্বের পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে আরেকটি সুযোগ পাচ্ছেন।
 
এ ছাড়া ফাইনালে না উঠলে কালই বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে সেরা কম্বিনেশন খুঁজে পেতে মাশরাফি বাহিনীর শেষ পরীক্ষা কালই। ওপেনিংয়ে পরিবর্তন প্রায় নিশ্চিত।
 
মুস্তাফিজুর রহমানের পরিবর্তে এক পেসার না এক স্পিনার বাড়তি নেওয়া হবে সেটাই এখনো নিশ্চিত নয়। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তাসকিন আহমেদ ও আল-আমিনের জায়গা প্রায় নিশ্চিত। মুস্তাফিজের পরিবর্তে সেরা পছন্দ হতে পারেন আবু হায়দার রনি।
 
স্পিনার বাছাইয়ে এগিয়ে আরাফাত সানী। তবে বাড়তি ব্যাটসম্যানের কথা ভাবলে নাসির হোসেনও বিবেচনায় আসতে পারেন। বিশস্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে চার পেসারের পরিবর্তে তিন পেসার ও সাকিব এবং মাহমুদউল্লাহর সঙ্গে এক স্পিনার বাড়তি নামাবে টিম ম্যানেজম্যান্ট। এক্ষেত্রে উইকেটের উপরও অনেক কিছু নির্ভর করছে। সবুজ ঘাসের উইকেটে চার পেসারই মাশরাফির সেরা পছন্দ। অন্যদিকে স্পিন ট্র্যাক হলে তিন পেসার ও এক স্পিনার।
 
এদিকে টিম কম্বিনেশন কেমন হবে এমন প্রশ্নের উত্তরে মঙ্গলবার কোচ হাথুরুসিংহে বলেন, ‘টিম কম্বিনেশন কেমন হবে সে সিদ্ধান্ত এখনো নেইনি। তবে আমরা সব বিকল্প পথই খোলা রাখছি। কন্ডিশন বিবেচনায় পরিকল্পনা চূড়ান্ত হবে। সেভাবেই আমরা একাদশ নির্বাচন করব। আমাদেরকে আবেগী হলে চলবে না। আমরা বাস্তবতা মাথায় রেখে প্রত্যেক ম্যাচেই পরিবর্তন আনছি।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া