adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়মিতই কমছে রেমিটেন্স

2015_09_20_18_28_57_ewNCV5uhlVWwSK9WT4E3gfA3wPD8Pd_originalডেস্ক রিপোর্ট : ধারাবাহিকভাবে কমছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ। চলতি অর্থবছরের নভেম্বরের পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ ধারা অব্যাহত রয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে ১১৩ কোটি ১৪ লাখ মার্কিন ডলার। এটি বিগত চার মাসের মধ্যে প্রবাসীদের পাঠানো সর্বনিম্ন রেমিটেন্স। যা আগের মাস জানুয়ারির তুলনায় ১ কোটি ৯২ লাখ ডলার কম; এসময় রেমিটেন্স এসেছে ১১৫ কোটি ৬ লাখ মার্কিন ডলার। জানুয়ারিতে আবার রেমিটেন্স এসেছে ডিসেম্বরের চেয়ে কম। 

প্রতিবেদন থেকে জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে উল্লিখিত সময়ে রেমিটেন্স এসেছে ৩৪ কোটি ২১ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১০ লাখ, বেসরকারি ব্যাংকগুলোর ৭৬ কোটি ৭০ লাখ ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ১২ লাখ ডলার রেমিটেন্স এসেছে। 

বরাবরের মতই সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স আহরিত হয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৭ কোটি ৫২ লাখ ডলার।  এরপরই রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী, সোনালী ও জনতা ব্যাংকের অবস্থান। এ তিনটি ব্যাংকের মাধ্যমে উল্লিখিত সময়ে রেমিটেন্স এসেছে যথাক্রমে- ১২ কোটি ৮২ লাখ, ১০ কোটি ৫৯ লাখ ও ৯ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া