adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাসপাতালে সন্তানদের লাশ রেখে পালালেন বাবা-মা

2016_03_01_17_15_06_SpUSVbPHmZm2eerL1CfvmwEEQeIiaK_originalডেস্ক রিপোর্ট : ইশরাত জাহান অরনি (১৪) ও তার ভাই আলভি আমিনের (৬) মৃত্যুর পর মর্গে মরদেহ রেখে হাসপাতাল থেকে পালিয়েছেন তাদের বাবা-মা। বাবার নাম আমানউল্লাহ মালেক ও মা মাহফুজা মালেক। আমানউল্লাহ উত্তর বাড্ডার একজন গার্মেন্টস ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি জামালপুরের আমলাপাড়া নতুন স্কুলের পাশে।

১ মার্চ মঙ্গলবার দুপুরের পর কোনো একসময় তারা ঢামেকে সন্তানদের মরদেহ রেখেই পালিয়ে যান। বর্তমানে মৃত ভাই-বোনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গেই বর্তমানে পড়ে আছে।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মামাতো ভাই ওবায়দুলের কাছে চাবি দিয়ে নিজ বাসা ছেড়ে যান ওই দম্পতি। যাওয়ার সময় তারা ওবায়দুলকে বলেন, আমরা মেডিকেলে যাচ্ছি। সেখান থেকে লাশ নিয়ে গ্রামের বাড়ি যাবো। 

গতকাল সোমবার বিকেল ৩টায় বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির ৫ তলা বাসায় অরনি-আলভির অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে। আর মঙ্গলবার বিকেল ৩টায় গৃহশিক্ষিকা শিউলি আক্তার বনশ্রীর বাসায় তাদের পড়াতে গিয়ে জানতে পারেন- অরনি ও আলভির মৃত্যু হয়েছে।

শিক্ষিকা শিউলি আক্তার বলেন, ‘আমি যখন বাসায় আসি তখন বেলা ৩টা বাজে। আমি প্রতিদিনিই একই সময় পড়াতে আসি। আজকেও যথাসময়ে এসে দেখি- বাসায় কেউ নেই। শুনলাম অরনি ও আলভি মারা গেছে।’

এর আগে সোমবার বিকেল ৩টায় ওই শিক্ষিকা বাসায় গিয়ে দেখেন- অরনি ও আলভি আমান টিভি রিমোর্ট নিয়ে টানাটানি করছে। তিনি বলেন, ‘প্রতিদিন তারা পড়ানোর আগেই দুপুরের খাবার খায়। গত ফেব্রুয়ারির ১ তারিখ থেকে আমি ওদের পড়াই। ওরা খুবই শান্ত প্রকৃতির ছিল।’

তবে সোমবার শিউলি বাসায় পড়াতে গেলে মাহফুজা মালেক তাকে বলেন, ‘গতকাল (রবিবার) আমার মেরেজ ডে ছিল। এরা পড়া তৈরি করতে পারেনি। কিছু বলবেন না। আর ওদের প্রতি আরেকটু যত্নশীল হোন।’ 

ওইদিন বিকেল সোয়া ৪টার দিকে তিনি বাসা ছেড়ে বের হন। শিউলি বলেন, ‘গতকাল (সোমবার) বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে সেখানে এক নারীকে নামাজ পড়তে দেখেছি। কিন্তু আমি তাকে চিনি না।’

সাভারের বালিয়াপুরে একটি গার্মেন্টেসে কাজ করা মাফুজার ফুফাতো ভাই ওবায়দুল বলেন, ‘আমি খবর পেয়ে রাত ৩টায় আমার ফুফাতো বোন বনশ্রীর বাসায় আসি। আজ দুপুর ১২টায় আমার কাছে বাসার চাবি দিয়ে বোন ও বোনের জামাই বাসা থেকে বের হন। পরে আর তারা বাসায় ফিরেনি।’ 

এদিকে বাসার নিরাপত্তারক্ষী মো. পিন্টু বলেন, ‘আমি এখানে সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ধরনের হৈচৈ বা মারামারির শব্দ টের পাইনি।’ পিন্টুর মতো একই কথা জানালেন বাড়ির মালিক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক মো. আব্দুল কাদের। 

আব্দুল কাদের বলেন, ‘গতবছরের ১ আগস্ট থেকে ১৯ হাজার টাকায় ওই দম্পতির কাছে বাসা ভাড়া দেয়া হয়। তবে এর মধ্যে তাদের পরিবারে কোনো রকম হৈহুল্লোড় বা মারামারির ঘটনা ঘটতে দেখিনি।’

তিনি বলেন, ‘আমি যে স্কুলে শিক্ষকতা করি সেই স্কুলেরই আরেকজন শিক্ষক শফিকুল ইসলাম ছিলেন আমানউল্লাহ মালেকের বন্ধু। তার পরিচয়েই বাসাটি ভাড়া দেই।’

এদিকে স্থানীয়রা বলছেন, রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই সন্তান মারা গেছে বলে পরিবার দাবি করেছিল। কিন্তু রেস্টুরেন্টের খাবার খেয়ে মারা গেলেও বাবা-মায়ের মধ্যে সন্তানদের মৃত্যুতে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তাদের মধ্যে কোনো সন্তান হারানোর আহাজারিও দেখা যাচ্ছিল না। এখানে কোনো একটা রহস্য লুকিয়ে থাকতে পারে।’ 

এ ব্যাপারে ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস বলেন, ‘মৃত ভাই-বোনের চোখ ছিল রক্তবর্ণ। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল। এছাড়া দুজনেরই জিহ্বা কামড়ে ধরা অবস্থায় ছিল। বিষয়টির প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চত হওয়া যাবে।’ 

মতিঝিল বিভাগের উপ-কমিশনার ডিসি আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা মেডিকেল ও মৃতের পরিবারের বক্তব্য গুরুত্বের সাথে নেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’ 

অপরদিকে, ঘটনাস্থল পরিদর্শনে এস র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এএসপি মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে বক্তব্যের যথেষ্ট অমিল রয়েছে। আমরা অনেকগুলো কারণ গুরুত্বের সাথে নিয়ে ঘটনাটি তদন্ত করছি।

এদিকে সূত্র জানায়, সিকিউরিটি গার্ড পিন্টু এবং শিক্ষিকা শিউলি ও নাম না জানা অপর একজনসহ মোট তিনজনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে রামপুরা থানা পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে ক্যাম্প চাইনিজ রেস্টুরেন্ট থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে যায়। 

জানা গেছে, ছোট্ট আলভি হলিক্রিসেন্ট নামে একটি ইংলিশ মিডিয়ামে নার্সারি শ্রেণিতে গোলাপ শাখার ৬ নম্বর রোলধারী ছাত্র ছিল। আলভি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন, গতকাল সোমবার ছেলেটা (আলভি) যথারীতি স্কুল করলো। সে প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল। কোনো ধরনের মন খারাপের লক্ষণ তার মধ্যে দেখা যায়নি। গতবছরের জানুয়ারিতে এই স্কুলে প্লেতে ভর্তি হয়েছিল সে। প্লে পাস করে এবার নার্সারিতে ভর্তি হয় আলভি। এসময় শিক্ষক-শিক্ষিকারা নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। 

এদিকে স্কুলটির সামনে আলভির মৃত্যুতে শোকবার্তা জানিয়ে ইতোমধ্যে একটি ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কয়েকবার চেষ্টা করেও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া অরনির স্কুলের কোনো শিক্ষক-শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া