adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিপইয়ারে গুগলের ডুডল

capture_103930ডেস্ক রিপোর্ট : চার বছর পর আবারও লিপইয়ার। এবার ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হচ্ছে। এই দিবসটি উপলক্ষে গুগল প্রকাশ করেছে মজার একটি ডুডল। 

অ্যানিমেটেড ডুডলটির ‘প্লে’ আইকনটিতে ক্লিক করলেই শুরু হয়ে যায় কাহিনীটি। দেখা যায়, দু’টি মোটাসোজা খরগোশ ছোট ছোট গাছের ফাঁকে আরাম করে পাশাপাশি ঘুমাচ্ছে। এর প্রথমটির গায়ে লেখা ২৮, পরেরটির গায়ে ১ লেখা । মানেটা স্পষ্ট, ২৮ ফেব্রুয়ারির পরই মার্চের ১ তারিখ শুরু হবে।

কিন্তু এর মধ্যেই ২৯ লেখা একটি খরগোস কোত্থেকে যেন লাফ মেরে এসে হাজির হয় সেখানে। লাফাতে লাফাতে এসে ওই ২৮ ও ১ লেখা খরগোস দুটির মাঝখানে গিয়ে জায়গা করে নেয়। অর্থাত ২৮ ফেব্রুয়ারি আর ১ মার্চের মাঝে আজ চলে এসেছে ২৯ ফেব্রুয়ারি।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া