adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানেক হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চান মাশরাফি

mashrafeক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথ মসৃণ করতে চায় বাংলাদেশ। মুস্তাফিজ না থাকায় চিন্তা আছে। তবে সেই চিন্তা দূরে রেখে সামনে তাকানোর কথা বললেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘তামিম আসায় কিছুটা সুবিধা হয়েছে। আশা করছি কালকের ম্যাচটি জিতে ফাইনালের আরো কাছে চলে যাব।’

আগামীকাল সন্ধ্যায় মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

বাংলাদেশ জিতলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। পাকিস্তান হারলে টুর্নামেন্টে টিকে থাকা হুমকির মুখে পড়বে।

সাইড স্ট্রেইনের ব্যথায় দল থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে দলে ঢুকেছেন সদ্য বাবা হওয়া তামিম ইকবাল।

'মুস্তাফিজের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি। ও যেটা দলের জন্য দেয়, সেটা সব সময়ই অসাধারণ কিছু। এটা প্রমাণিত বিষয়।’ বলেন মাশরাফি।

'আমি আগেও বলেছি, তামিমের না থাকা সব সময় আমাদের জন্য কিছুটা অস্বস্তিকর ব্যাপার। সব ফরম্যাটে সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। তামিম অনেক দিন ধরে খেলছে, সে অনেক অভিজ্ঞ। তার ফেরাটা অবশ্যই ইতিবাচক।'

মুস্তাফিজ নেই, তাহলে কি চার পেসার খেলানোর নীতি থেকে পরের ম্যাচে সরে আসবে বাংলাদেশ-এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, 'কম্বিনেশনে তো পরিবর্তন হয়েই গেছে। ওর জায়গা নিয়ে খেলার মতো কোনও বোলার এখন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই নেই। আমরা ওর না থাকা নিয়ে এখন আর ভাবছি না। যারা আছে, তাদের সেরাটা নিয়েই আমরা খেলবো।

মুস্তাফিজের জায়গায় রনি আসতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমাদের আসলে এসব নিয়ে আরও ভাবতে হবে। কম্বিনেশন, প্রতিপক্ষ- এসব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া