adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে বিধি ভেঙেছে

SPEAKER-RULLINGনিজস্ব প্রতিবেদক : কার্যপ্রণালী বিধির ৫২ শর্তবিধি অনুযায়ী সকল মন্ত্রণালয়কে বিধি অনুসরণপূর্বক প্রশ্নোত্তর প্রদানে অধিক যত্নবান ও মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে রুলিং দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রশ্নোত্তর প্রদান না করার ঘটনা উল্লেখ করে বিধির ব্যত্যয় ঘটেছে উল্লেখ করে এই নির্দেশনা প্রদান করেন তিনি।
দশম সংসদের নবম অধিবেশনে ২৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে অধিবেশন শুরুর পর দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পঠিত বলে গণ্য করেন তিনি। এরপর গত ১৬ ফেব্রুয়ারি জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের পয়েন্ট অব অর্ডারের বিষয়ে সকল সংসদ সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্পিকার এই নির্দেশনা প্রদান করেন।
স্পিকার সংসদে সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজদ একটি বিষয়ে পয়েন্ট অব অর্ডারে আমাকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমি বলেছিলাম, বিষয়টি বিস্তারিত জেনে সংসদকে অবহিত করব। আমি ইতোমধ্যে বিস্তারিত জেনেছি, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য গত ২ ফেব্রুয়ারি ২০১৬, তারকা চিহ্নিত প্রশ্ন ৬৭৭ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর করেছিলেন, কিন্তু প্রশ্নোত্তর বই এর ৩৪ পৃষ্ঠায় পরবর্তী নির্ধারিত দিনে স্থানান্তরিত বলে উল্লেখ করা হয়। সেই অনুযায়ী কার্যপ্রণালী বিধির, বিধি ৫২ শর্ত বিধি অনুসারে পরবর্তী উত্তরদানের জন্য নির্ধারিত দিনে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ২০১৬, প্রশ্নোত্তর বই এ অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু তা হয়নি। পরে মাননীয় সদস্য ১৬ ফেব্রুয়ারি বিষয়টি উত্থাপন করে আমার দৃষ্টি আকর্ষণ করেন। আমি বিস্তারিত জেনে অবহিত করার কথা বলি। বিস্তারিত ইতোমধ্যে জেনেছি।
তিনি বলেন, সংসদ সদস্য আবুল কালাম আজাদ একই প্রশ্ন প্রথমবার করেন ২০১৫ সালের ১৯ নভেম্বর। তখন প্রশ্নোত্তর বই এ তারকা চিহ্নিত প্রশ্ন ৮৭৫ পরবর্তী দিনে স্থানান্তর ছিল, সেই অনুযায়ী পরবর্তী দিন আসার আগেই অষ্টম অধিবেশন শেষে হয়ে যায়। এরপর চলতি নবম অধিবেশন শুরু হলে ২ ফেব্রুয়ারি তারিখে আবারও একই প্রশ্নে করেন আবুল কালাম আজাম। সেদিনও পরবর্তী দিনের জন্য স্থানান্তর করা হয়। সেই অনুযায়ী পরবর্তী নির্ধারিত দিনে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি উত্তর প্রদান করা আবশ্যক ছিল অথবা মন্ত্রণালয় কর্তৃক তা স্থানান্তর করার অনুরোধ করার প্রয়োজন ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোটিই করা হয়নি। উত্তরও দেওয়া হয়নি, পরবর্তী দিনে স্থানান্তরে অনুরোধও করা হয়নি। যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর অগ্রায়নপত্র থেকে প্রতীয়মান হয়। উত্তর প্রদান না করা বা পরবর্তী দিনে স্থানান্তরের অনুরোধ না করায় কার্যপ্রণালী বিধির ব্যত্যয় ঘটেছে।
এ সময় কার্যপ্রণালী বিধি উল্লেখ করে স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধির ৫২ বিধির শর্তবিধি অনুযায়ী শর্ত থাকে যে, মন্ত্রী যদি উক্ত প্রশ্নের উত্তর লইয়া প্রস্তুত না থাকেন, তাহা হইলে তাহার অনুরোধক্রমে প্রশ্নটি উক্ত মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ পরবর্তী দিনে উত্তরদানের জন্য তালিকায় ভুক্ত হইবে। কাজেই মাননীয় মন্ত্রীগণ যদি কোনো প্রশ্নের তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার জন্য তার কাছে যথেষ্ট তথ্য না থাকে বা সেগুলো নিয়ে যদি প্রস্তুত না থাকেন তাহলে কার্যপ্রণালীর বিধির ৫২ শর্তবিধি অনুযায়ী সেটি তিনি পরবর্তী দিনে রাখতে পারেন। কাজেই কার্যপ্রণালীয় বিধির ৫২ বিধির শর্তবিধি অনুযায়ী সকল মন্ত্রণালয়কে কার্যপ্রণালী বিধি অনুসরণপূর্বক প্রশ্নোত্তর প্রদানে অধিক যত্নবান ও মনোযোগী হওয়ার নির্দেশ দেওয়া যাচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া