adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে দরপতন

share-1_103953নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দিনের মতো পতনের ধারায় লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের দরপতন ঘটেছে। তবে উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। 

ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ২৯ ফেব্রুয়ারি সোমবার ডিএসইতে ৪৬২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৮ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪২৪ কোটি টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে চার হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২২ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, ইফাদ অটোস, সিঙ্গার বিডি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, জাহিন স্পিনিং লিমিটেড এবং কাশেম ড্রাইসেলস।

এদিকে আজ সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া