adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে আদালতে জেরা নিয়ে বাদী-আইনজীবীর মারামারি

Gazipur-AD-Habibur--picডেস্ক রিপোর্ট : গাজীপুর আদালতে বাদীকে আসামিপক্ষের আইনজীবীর জেরা করা নিয়ে বাদী ও আসামিপক্ষের আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গাজীপুর কোর্ট চত্বরে হাবিবুর রহমান নামে এক আইনজীবীর চেম্বারে ২৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত আইনজীবীর নাম মো. হাবিবুর রহমান (৪০)। এ ছাড়া আহত বাদী গাজীপুর সিটি কর্পোরেশনের ভাদুন এলাকার আব্দুর রহমানের ছেলে ছামিন উদ্দিন (৪৮)। উভয়ই গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসা নিয়েছেন।
আইনজীবী হাবিবুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেবপুর থানার একটি মারামারি মামলায় তিনি আসামিপক্ষের আইনজীবী। সোমবার দুপুরে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় বাদী ছামিন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। এর জের ধরে বেলা সোয়া ৩টার দিকে বাদী ছামিন উদ্দিন তার চেম্বারে ঢুকে আদালতে জিজ্ঞাসাবাদের সময় তাকে কেন সন্ত্রাসী বলা হয়েছে তা জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছামিন উদ্দিন আইনজীবী হাবিবুর রহমানকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় ঘটনাস্থলে থাকা আইনজীবীর সহকারী এবং তার ক্লায়েন্টরা ছামিন উদ্দিনকে মারধর করেন। পরে দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিতসক মো. আ. সালাম সরকার জানান, ছামিন উদ্দিনের মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। আইনজীবীর মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে দু’জনই শঙ্কামুক্ত।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয়ই হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া