adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্পিকারের সঙ্গে ‘তর্কের’ পর একাই ওয়াকআউট

2016_02_28_19_02_56_Qrhg5Ba268dg3Ckyh7p5ZavXNWtWPI_originalনিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে পেট্রোলিয়াম বিল পাশের আগে সংসদ থেকে বেড় হয়ে গেলেন বিরোধী দল জাতীয় পার্টি সংসদ সদস্য ফখরুল ইমাম। এবিষয়ে আলোচনা উত্থাপনকালে স্পিকারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

রোববার দশম জাতীয় সংসদের নবম অধিবেশন চলাকালে বেলা ৩টা ৫৬ মিনিটে ফখরুল ইমাম সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবও করেন ফখরুল ইমাম।

তিনি বারবারই দাবি করেন, সংসদে  বিদ্যুত, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর উত্থাপিত বিলে ভুল আছে। তিনি প্রতিমন্ত্রীকে তা বোঝাতে চাইলে প্রতিমন্ত্রী তা মানতে রাজী হননি। পরে তিনি বলেন, ‘আমি সংসদে উপস্থিত থাকতে একটি ভুল আইন পাস করবেন, সেটা হতে পারে না। তাই আমি সংসদ থেকে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছি। এরপর তিনি আসন ছেড়ে চলে যান।’

এর আগে ফখরুল ইমাম বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্ট-১৯৭৪ রয়েছে। এরপর আবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল-২০১৬ পাস করার প্রস্তাব করা হয়েছে। একটি আইনের মধ্যে আরেকটি আইন। এটা সম্পূর্ণ ভুল। এভাবে একটি ভুল আইন পাস করিয়ে নেবেন, প্রতিমন্ত্রী কোন বিবৃতি দিবেন না? তা হতে পারে না। ভুল সংশোধন না করে আইন পাস হলে আমি সংসদে থাকতে পারবো না।’

এসময় স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্ডিন্যান্স-১৯৭৬ পৃথক একটি আইন। সেটা থাকলে সমস্যা কী?’ জবাবে ফখরুল ইমাম বলেন, ‘সমস্যা আছে মাননীয় স্পিকার। একটি আইন থাকতে আরেকটি আইন হতে পারে না।’

এরপর স্পিকার আবার বলেন, ‘দুইটা আলাদা আইন। আপনার কোনো ক্ল্যারিফিকেশন থাকলে বলেন।’ পরে তিনি ওই ব্যাখ্যা দিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ফখরুল ইমাম বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্ট, ১৯৭৪ রয়েছে। এরপর আবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিল-২০১৬ পাস করার প্রস্তাব করা হয়েছে। একটি আইনের থাকতে আরেকটি আইন। এটা সম্পূর্ণ ভুল।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া