adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের নির্বাচনে সংস্কারপন্থিরা এগিয়ে

2016_02_28_10_06_11_y2dFC0fu10rljtfbPURaVlgspTOTAR_originalআন্তর্জাতিক ডেস্ক : ইরানে শুক্রবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সংস্কারপন্থিরা তেহরানে বিরাট জয় পেয়েছে। এছাড়া ৮৮ সদস্যের বিশেষজ্ঞ অ্যাসেম্বলি বা পরিষদেও এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানিসহ মধ্যপন্থি ও সংস্কারপন্থি নেতারা। বিশেষজ্ঞদের ওই পরিষদ দেশের সুপ্রিম নেতাকে নিয়োগ দিয়ে থাকে। গতবছর বিশ্বের শক্তিধর ছয় দেশের সঙ্গে তেহরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরের পর এটিই ছিল দেশটিতে প্রথম নির্বাচন।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, তেহরানের ৩০ আসনের পার্লামেন্ট নির্বাচনের সব কটিতেই জয় পেয়েছে প্রেসিডেন্ট হাসান রুহানির সমর্থকরা। এটি ইরানি প্রেসিডেন্টের জন্য বিরাট খুশীর খবর। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনের ফল সংস্কারপন্থি প্রেসিডেন্ট রুহানিকে ২০১৭ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত করবে। তবে নির্বাচনের সম্পূর্ণ ফলাফল পেতে আরো বেশ কিছু দিন লাগবে বলে জানা গেছে।

ইরানের সংসদ এবং বিশেষজ্ঞ পরিষদ দুই কক্ষই বর্তমানে রক্ষণশীলদের নিয়ন্ত্রণে। তবে চলমান নির্বাচনে উভয় ক্ষেত্রে নিজেদের প্রভাব আরও বাড়বে বল আশাবাদী সংস্কারপন্থিরা। শুক্রবার একই সঙ্গে ২৯০ আসনের পার্লামেন্ট ও ৮৮ আসনের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পরিষদ দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি নির্বাচিত করবে। ৭৬ বছর বয়সী খামেনি ১৯৮৯ সাল থেকে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা তেমন ভাল নয়।

প্রসঙ্গত, ইরানি পার্লামেন্টের ২৯০ জন সদস্য চার বছরের জন্য এবং আট বছরের জন্য নির্বাচিত হন বিশেষজ্ঞ পরিষদের ৮৮ সদস্য। শুক্রবারের ওই দুই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় সাড়ে পাঁচ কোটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া