adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কথা দিয়েছি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার

shahriar_alam_sm_998297137 ডেস্ক রিপোর্ট : সারাদিন বিভিন্ন কর্মসূচী শেষ ককথা দিয়েছি :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়াররে রাত ১০ টায় আড়ানীর বাসায় ফিরেও শতাধিক মানুষ উপস্থিত। কোলে ঘুমন্ত বাচ্চা নিয়ে ফিরোজা যখন সামনে আসলো জিজ্ঞাস করলাম কি চাই?

– স্বামী মারা গেছে, একটু সাহায্য করবেন।

কিভাবে, কবে?

– কিডনির সমস্যায়, দুই সপ্তাহ আগে।

বাড়ীতে কে আছে?

– চার বছরের আরেকটা ছাওয়াল।

শশুর শাশুড়ি?

– মারা গেছে।

বাবা মা?

– নাই, তিনারাও মারা গেছে।

মানে? কেউ নাই? ছেলে কোথায়?

– কেউ নাই। ছেলেটা ঐ বাড়ীতে (হাত দিয়ে মমতা আপার বাসার দিকে দেখালো) ঘুম পাড়ায় আইসি।

বাসা কোথায়?

– ছাতারিতে ভিটা ছিলো আধ কাঠা জমির ওপর। চিকিৎসা করার সময় বিশ হাজার টাকায় বিক্রি করসি। পাশের এক বাড়ীর বারান্দায় থাকি।

আমার আসেপাশের যারা এতক্ষণ কথা বলছিলো টুকটাক নিজেদের মধ্যে তারা সবাই চুপ। আমার ছলছলে চোখ দেখেই হয়তো।

একদম স্তব্ধ হয়ে গেলাম।

একটু পরে মোটামুটি সবার কথা শোনার পর ওপরে ডেকে নিয়ে গিয়ে খাওয়ালাম। মমতা আপাকে ডেকে পাঠালাম। মমতা আপার জমির ওপর এক বৃদ্ধা একা থাকেন। ফিরোজাকে বললাম সেই বাড়ীতে থাকতে পারেন আর আমার বাসায় টুকটাক কাজ করতে পারেন।

ফিরোজা সম্মত নন। তার ইচ্ছা তাকে কিছু টাকা দিয়ে তার স্বামীর ভাঙা ভিটাটাই তাকে ফেরতের ব্যবস্থা করে দিতে।

আমি জিজ্ঞাস করলাম সংসার চলবে কিভাবে?

– সমস্যা হলে আপনার কাছে আইসবো আবার!

বুঝলাম শত কষ্ট হলেও স্বামীর শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে দুই সন্তান নিয়ে জীবন পার করতে চায় সে। মানুষ কতটা একা হতে পারে, কতটা নিঃস্ব হতে পারে। ফিরোজাকে পাঁচ মাস বয়সের মেয়ে আর চার বছরের ছেলেকে নিয়ে অনেক পথ পাড়ি দিতে হবে ।

পাড়ি দিতে হবে আমাদেরও অনেক পথ, বাংলাদেশের সব ফিরোজাদের সমস্যার সমাধান আর তাদের সন্তানদের সুন্দরভাবে বেড়ে না তোলা পর্যন্ত।

কথা দিয়েছি কালকে বাঘায় গিয়ে একটা ব্যবস্থা করবো তাদের জন্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া