adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মা-ছেলের ভোটযুদ্ধ

135793_1ডেস্ক রিপোর্ট : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটে কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তার ছেলে।
জানা গেছে, কচুয়া উপজেলা চেয়ারম্যানের স্ত্রী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান তাসলিমা বেগম ও তার ছেলে মেহেদী হাসান বাবু স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাচাই-বাছাইয়ে তাদের উভয়ের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী নেই।
মেহেদী হাসান বাবু বলেন, আমার জনপ্রিয়তার জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু মনোনয়নপত্র বাতিল করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। সেখানে ব্যর্থ হয়ে আমাকে অনেক চাপ প্রয়োগ করা হয়েছে। এখনো হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এমনকি আমার বাগেরহাট শহরের বাসা থেকে আমার স্ত্রী ও সন্তানকে অপহরণের চেষ্টা করা হয়েছে।
তিনি আরো বলেন, তার বাবা কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে বাধ্য হয়ে তাকে প্রার্থী হতে হয়েছে। নিজেকে প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকে কচুয়া থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলা দেওয়া হয়েছে।
সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন মেহেদী হাসান বাবু।
মা তাসলিমা বেগম বলেন, আমার ছেলে বাবু পরিবারের কারো কথা শোনে না। ওর এখন মাথা খারাপ। এছাড়া তিনি কিছু বলতে রাজি হননি।
২০০৯ সালে তৎকালিন রাঢ়ীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন হন। পরে ২০১১ সালের ইউপি নির্বাচনে এসএম মাহফুজুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম বিএনপির প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া