adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নয় পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন সুচি

url381আন্তর্জতিক ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে আভাস দিয়েছেন তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির একজন দায়িত্বশীল সদস্য। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সুচির আপাতত প্রেসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন।
মিয়ানমার গণতান্ত্রিক সরকারের প্রেসিডেন্ট কে হচ্ছেন এ নিয়ে জল্পনা-কল্পনা আর শেষ হচ্ছে না। সাংবিধানিক বাধ্যবাধকতা ডিঙ্গিয়ে অং সান সুচির পক্ষে প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। তাই তিনি পূর্বাহ্নেই ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হতে না পারলেও প্রেসিডেন্টের চাইতে বেশি ক্ষমতা ভোগ করবেন। এর মাঝেই সময় নিয়েছেন সেনা বাহিনীর সঙ্গে সমঝোতায় আসা যায় কিনা। সেটা বোধহয় আর হয়ে উঠলো না। এজন্য তার দলের ভেতরেই শোনা যাচ্ছে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন। প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দাখিলের সময়ও অনেকটা ঘনিয়ে এসেছে। আগামী ১৭ মার্চ মনোনয়ন দাখিল করতেই হবে। তাই তিনি প্রক্সি প্রার্থী দেওয়ার চিন্ত ভাবনা করছেন।
সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির একজন উর্ধ্বতন সদস্য বলেছেন, সুচির যেহেতু এখনই প্রেসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই তিনি ইউ থেন চেইন প্রশাসনের কাছ থেকে ক্ষমতা বুঝে নেওয়ার জন্য প্রক্সি প্রার্থী দিচ্ছেন। চূড়ান্তভাবে প্রেসিডেন্ট কে হবেন তা এখনো ঠিক হয়নি। কে হতে পারেন সে প্রার্থী ? নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল দলীয় সদস্য মিয়ানমার টাইমসকে বলেছেন, সুচির কাছের দু’জন মানুষ হচ্ছেন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। তারা হলেন ইউ তিন কাইয়ো এবং ইউ মাইয়ো অং। তাদের প্রক্সি প্রার্থী করে সুচি পররাষ্ট্র মন্ত্রী হওয়ার কথা ভাবছেন আরো একটি কারণে। সেটি হলো তিনি পররাষ্ট্রমন্ত্রী হলে প্রেসিডেন্টের কাছাকাছি থাকতে পারবেন এবং ১১-সদস্যের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে উপস্থিতও থাকতে পারবেন। এটি বর্তমানে সেনা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দলীয় সূত্রটি জানিয়েছে, এর মধ্যে তিনি সেনা বাহিনীর সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাবেন সংবিধান সংশোধনের জন্য। সুযোগ রাখা হচ্ছে, আলোচনা সফল হলে যাতে প্রক্সি বাতিল করে পার্লামেন্ট তাকে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া