adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটকে কখনও রাজনৈতিকভাবে দেখা উচিত না-আফ্রিদি

images (1)জহির ভূইয়া : বিশ্ব ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচ কাল। দুই পরাশক্তি ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। এশিয়া কাপের ১৩তম আসরের চার নম্বর ম্যাচটির দিকে তাইতো ক্রিকেট ভক্তদের দৃস্টি। মিরপুরে পাক-ভারত ম্যাচে ক্রিকেট ভক্তরা তাই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ক্রিকেট চলে যায় অন্যমাত্রায়। সেই উত্তেজনাটা কোন দলের মধ্যেই কম নয়।ম্যাচের আগে অনুশীলন শেষে আজ পাক তারকা সেই উত্তেজনার কথা জানালেন।

২০১৪ সালে সর্বশেষ এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি। মিরপেুরের সেই ম্যাচে পাক বাহিনী হেরে ছিল। মনে আছে তা পাক অধিনায়কের। পাক-ভারতের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকেই এগিয়ে রাখলেন দলপতি শহিদ আফ্রিদি। ঘোষনা দিলেন দলের সম্ভাবনার কথা। এই তো সেদিন মাত্র শেষ হল পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিসিএল)। পাকিস্তান থেকে ঢাকায় বুধবার। শনিবার ভারতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের মাঠের লড়াই শুরু করতে যাবার আগে আজ শুক্রবার পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি অনুশীলন শেষে ফতুল্লায় সাংবাদিকদের বলেন, ‘পিএসএলে দলের খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও তারা সবাই জাতীয় দলের ক্রিকেটার। দলের সবাই দারুণ আত্মবিশ্বাসী, সম্প্রতি পিএসএলে ওরা দুর্দান্ত খেলেছে। আমাদের সামনে সুযোগ আছে, আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই। দলের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ম্যাচের ফলাফল আমদের অনূকুলে থাকবে। অতীতে কি হয়েছে সেসব ভুলে আমরা শনিবারের ম্যাচকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

রাজনীতিকে ক্রিকেটের বাইরে রেখে ভারত পাক ক্রিকেটারদের ভারতের যাবার অনুমতি দেবার কারনে বেজায় খুশি পাক অধিনায়ক। তিনি রাজনীতিকে খেলাধুলার বাইরে রেখে বিশ্বকাপে অংশ নিতে চান বলে জানালেন। আফ্রিদি বলেন,“মনে করেন এই টুর্নামেন্টে অংশ নেয়ার মধ্য দিয়ে দু’দলের পারস্পরিক সম্পর্ক আরও ভাল হবে বলে তিনি বিশ্বাস করেন। ভারত যেমন চায় পাকিস্তান তাদের দেশে গিয়ে খেলুক, তেমনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা চায় ভারতও আমাদের দেশে এসে ক্রিকেট খেলুক। এতে করে বিশ্ব ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ক্রিকেটকে কখনও রাজনৈতিক ভাবে দেখা উচিত না। খেলাধুলা সকল প্রকার বিবাদের উর্ধ্বে রাখা উচিত। বরং খেলা দিয়ে রাজনৈতিক সমাধানের নতুন পথ তৈরি হয়। দু’দেশের সরকারের উচিত এ ব্যাপারে ইতিবাচক থাকা।’ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া