adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার কী করছে, প্রশ্ন খালেদার

1941_103283নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে একজন পুরোহিত খুনের ঘটনাকে মানবতাবোধশূন্য অন্ধ হিংস্রতা ও বিকৃত পশুপ্রবৃত্তি বলে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন খুনের ঘটনায় সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া বলেছেন, এই চূড়ান্ত দুঃসময়ে জনমনে একটাই প্রশ্ন জেগেছে, সরকার কী করছে?

আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এই প্রশ্ন রাখেন।

গত রবিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ সদরে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যগেশ্বর রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন সাবেক এই প্রধানমন্ত্রী। যগেশ্বর রায় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে নিহতের আত্মার শান্তি এবং মঠে আহত পূজারিদের দ্রুত সুস্থতা কামনা করেন খালেদা জিয়া।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “সাম্প্রতিক সময়ে ইতালীয় নাগরিক তাভেল্লা হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছে এই নিষ্ঠুরতম বর্বর পরিকল্পনার যাত্রা, তা গত পরশু দিন পঞ্চগড়ের দেবীগঞ্জে গিয়ে পৌঁছেছে। এই বর্বর পরিকল্পনার শিকার হয়েছেন যেমন বিদেশি নাগরিক, তেমনি আছেন দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও ধর্মাচার্য, ব্লগার, প্রকাশসহ বেশ কিছু মানুষ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা যেন জাতির গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই চূড়ান্ত দুঃসময়ে জনমনে একটাই প্রশ্ন জেগেছে, সরকার কী করছে?”

খালেদা বলেন, “দেশে চরমপন্থি জঙ্গি অন্ধশক্তির উত্থান নির্মম মধ্যযুগীয় রক্তপাত থামাতে ভোটারবিহীন সরকারের কোনো উদ্যোগ নেই। কয়েক মাস ধরে একের পর এক হত্যাকাণ্ডের বিষয়ে সরকার নির্বিকার, হত্যাকাণ্ডের কোনো সুরাহাই করতে পারেনি।

খুনিদের না ধরে সরকার উল্টো তার দলের নেতাকর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, “এই প্রাণবিনাশী আক্রমণ প্রতিহত করে প্রকৃত দুষ্কৃতিকারীদের ধরা তো দূরে থাক, উল্টো ঘটনা ঘটার সাথে সাথেই বিএনপিসহ বিরোধী দলের ওপর দোষ চাপানো ও নেতা-কর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে মামলায় জড়ানো হচ্ছে।”

শুধুই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে আওয়াম লীগ নেতারা বিএনপির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ করেন বলে দাবি বিএনপি নেত্রীর।

তিনি বলেন, অথচ বিএনপি আমলে জঙ্গিদের নির্মূলে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছিল। দ্রুত তৎপরতার মাধ্যমে জঙ্গিদের ধরে শাস্তির ব্যবস্থা করা হয়েছিল।

খালেদা বলেন, “বর্তমানে দেশে ‘গণতন্ত্র না থাকায়’ জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এই শক্তিকে প্রতিহত করতে না পারলে জাতি হিসেবে বাংলাদেশিরা ভাবনা-চিন্তাহীন, কল্পনাহীন ও স্বপ্নহীন হয়ে পড়বে। আমরা মনে করি, আবহমান কালের সামাজিক ঐক্য ও সংহতির ঐতিহ্য বিনষ্টকারী এই সাম্প্রতিক নৃশংসতা বিদ্যমান দুঃশাসনের পরিণতি।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া