adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাহফুজ আনাম ভেবেছেন দেখো আমি কত বড় : হাবিবে মিল্লাত

millat3ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, মাহফুজ আনাম নিজেকে এমন ভেবেই কাজটি করেছেন যে, ‘দেখো আমি কত বড়, আমি ভুল করে সংবাদ ছাঁপি এবং ছোট খাট ক্ষমাও চাই। আমি এই কাজগুলোই করি।’
ইন্ডিপেনেডেন্ট টেলিভিশনের “আজকের বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসবকথা বলেন।
তিনি বলেন, সত্যিকার অর্থে তার এই কথাগুলো উসকানি মূলক। তাই তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। এতে আমি কোন অন্যায় দেখি না। মাহফুজ আনাম সাহেব যে কাজটি করেছেন সেটিও অপরাধ এবং তিনি সেই কথাটি স্বীকারও করেছেন।
হাবিবে মিল্লাত বলেন, তার যে সরল স্বীকারোক্তি রয়েছে তাতে সে কখনই নির্দোষ হতে পারবেন না। এক সময় বঙ্গবন্ধুর হত্যাকারীরাও বীরদম্ভে স্বীকার করেছিল ‘আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি। আমরা বিভিন্ন দূতাবাসে গুরুত্বপূর্ণ চাকরিও করছি এবং আমরা দেশের প্রতিনিধিত্বও করছি। এদেরও কিন্তু বিচার হচ্ছে। ১/১১ থেকে শুরু করে আজ পর্যন্ত তার অপরাধের কথা বলা হচ্ছে। এটা বলা বন্ধ হয়নি। কিন্তু এই কথাটা উসকানি মূলক। তাই তার বিরুদ্ধে এত মামলা এবং এতে আমি কোন অন্যায় দেখি না।
এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, না স্বীকার করা অপরাধ না। আপনাদের বুঝতে  হবে এবং আপনাদের সময় দিতে  হবে। বাংলাদেশের আনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজের পাশাপাশি এই গুলো গুরুত্বপূর্ণ হিসেভে দেখেতে হবে। এবং আমি সম্পাদক হিসেবে বলবো না। যদি আমার প্রফেশনের কেহ কোরে থাকে বা রাজনীতি বিদের কেহ কোরে থাকে বা পোশাসনের কেহ করে থাকে বা যারাই করুক না কেন তাদের অব্যসই  বিচারের আওতায় আসতে করে।
তিনি আরো বলেন, শুধু স্বীকার করলেই কি দায়িত্ব শেষ হয়? ধরেন আপনার বাড়িতে কেউ চুরি করতে আসে এবং ৩ বছর আপনি তার কোন খবর পাননি। ৪ বছর পর চোর এসে বললো আমি আপনার বাড়িতে চুরি করেছিলাম। আপনি তখন কি করবেন? যাকে আপনি অনেক দিন ধরে খুজছেন। মাহফুজ আনামের ব্যাপারটাও ঠিক তাই। আমাদের সময়.কম
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া