adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দুই মাসে ইউরোপে ১ লাখ শরণার্থী

soronarthi1456283445আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম দুই মাসে ইউরোপে এক লাখেরও বেশি শরণার্থী এসে পৌঁছেছে। গত বছরের প্রথম ছয় মাসে ইউরোপে প্রবেশ শরণার্থীর সংখ্যার চেয়ে এটি প্রায় তিনগুন বেশি। শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএমের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
 
আইওএম জানিয়েছে, গ্রিসের সামোস, কোস ও লেসবস দ্বীপে কমপক্ষে এক লাখ ২ হাজার ৫০০ শরণার্থী এসে পৌঁছেছে। এছাড়া ইতালিতে বছরের প্রথম ছয় সপ্তাহে সাড়ে সাত হাজার শরণার্থী এসে আশ্রয় নিয়েছে। এই সময়ে সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে ৪১১ জন শরণার্থী।
 
সংস্থাটি জানিয়েছে, ২০১৫ সালের জুন নাগাদ ইউরোপে আসা শরণার্থীর সংখ্যা প্রায় এক লাখেও পৌঁছেনি। অথচ চলতি বছর প্রথম দুই মাসেই লাখ ছাড়িয়েছে শরণার্থীদের সংখ্যা। বষন্ত চলে আসায় এবং আবহাওয়ার উন্নতি ঘটলে চলতি বছর ইউরোপমুখী শরণার্থীদের সংখ্যা আরো বাড়তে পারে। যেসব শরণার্থী চলতি বছর ইউরোপে আশ্রয় নিয়েছে, তাদের ২০ শতাংশই আফগানিস্তান থেকে আসা। এছাড়া প্রায় অর্ধেকই হচ্ছে সিরিয়া থেকে আসা।
 
এদিকে মঙ্গলবার দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স জানিয়েছে, গ্রিসের পুলিশ শতাধিক আফগান শরণার্থীকে মেসিডোনিয়া সীমান্তে আটকে রেখেছে। তাদেরকে এথেন্সের কাছে সেনাবাহিনী নির্মিত এক ক্যাম্পে পাঠানোর জন্য বাসে ওঠানো হচ্ছিল। এথেন্সে ফিরতে অনিচ্ছুক শরণার্থীদের এসময় লাথি মেরেছে গ্রিস পুলিশ। এসব শরণার্থীদের মধ্যে নারী ও শিশু ছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া