adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কাউন্সিলে ভিডিও বক্তব্য দেবেন তারেক

a69c9f7915632cc2d8ee2b21ee56ca3e-ডেস্ক রিপোর্ট : আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় বিএনপির জাতীয় কাউন্সিলে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে লন্ডন থেকে বক্তব্য রাখবেন দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান।এই বক্তব্য ভিডিও রেকর্ড বা ইন্টারনেটের মাধ্যমে সরাসরিও সম্প্রচারিত হতে পারে।এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি বিএনপি ও সংশ্লিষ্ট দায়িত্বশীলেরা।দলটির একাধিক সূত্রে এ তথ্য জানা গেলেও এ নিয়ে পরিচয় প্রকাশে রাজি হননি কেউই। পাশাপাশি বিএনপির দায়িত্বশীলরা বিষয়টির সম্ভাবনার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে বিএনপির কাউন্সিলের প্রকাশনা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বাংলা ট্রিবিউনকে বলেন,বিষয়টি এখনও নিশ্চিত হয় নাই।তবে সম্ভাবনা আছে।

 জানা গেছে,বিএনপির বিগত কাউন্সিলে তারেক রহমানের শুভেচ্ছা বার্তার একটি ভিডিও প্রচার করা হয়েছিল।৩-৪ মিনিটের ওই বার্তায় রাজনৈতিক কোনও বক্তব্য রাখেননি তারেক রহমান। এবার তার বক্তব্য দীর্ঘ হতে পারে বলে কয়েকটি সূত্র দাবি করেছে।

 ১৪ ফেব্রুয়ারির মধ্যে তারেককে হাজিরের সমনবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান  দুদু বলেন, বক্তব্য দিতে পারেন,গত কাউন্সিলেও শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন তিনি।
সূত্রের দাবি, তারেক রহমান এবারের কাউন্সিলে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন।আগামী দিনে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনের দাবিতে আন্দোলনের বিষয়ে প্রাথমিক অবস্থান ও করণীয় সম্পর্কে নিজের অবস্থান ব্যক্ত করবেন তিনি।
জানতে চাইলে বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন জানান, তারেক রহমান সাহেব এবার বক্তব্য দেওয়ার সম্ভাবনা আছে। তবে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারবো না
সূত্র জানায়, কাউন্সিলে সরাসরি বক্তব্য দিতে খানিকটা আশঙ্কা রয়েছে আয়োজকদের। এ কারণে আগে করা ভিডিও বক্তব্যই সম্প্রচার করা হবে কাউন্সিলে। ভারপ্রাপ্ত মহাসচিবের রিপোর্টের পর কাউন্সিলের দ্বিতীয় সেশনে এ ভাষণ প্রচার করা হতে পারে।
সূত্রের আরও দাবি, যেহেতু তারেক রহমানের বক্তব্য দেখাতে আইনত বাধা আছে, সেহেতু কাউন্সিলের প্রথম পর্বে না-ও দেখানো হতে পারে। দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের প্রতি আগামী দিনের সম্ভাব্য রাজনৈতিক নির্দেশনা এ ভিডিও বার্তায় থাকতে পারে।
বক্তব্য দেওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেন ছাত্রদলের ১ম সহ-সভাপতি এজমল হোসেন পাইলটও। তার দাবি, এখনও তিনি শুনেননি। তবে গত কাউন্সিলে দেওয়ায় এবারও দিতে পারেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া