adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের মুল পর্বে কাল বাংলাদেশ-ভারত মুখোমুখি 

A13T8965জহির ভূইয়া
১৩তম এশিয়া কাপের মুল পর্বের পর্দা উঠবে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত আর সংযুক্ত আরব আমিরাত ৫ দলের অংশ গ্রহনে মিরপুরের গ্যালারি আবার দর্শক ভরপুর হবে। কাল সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ আর ভারত। ১২টি এশিয়া কাপের আসরে ৫ বারই শিরোপা জিতেছে ভারত। সেই ভারতের মুখোমুখি মাশরাফিরা। পক্ষান্তরে বাংলাদেশ ২০১২ সালে প্রথম বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে। আর তাতে পাকদের বিপক্ষে ২ রানে হেরে আজও সেই কষ্ট বুকে লালন করছে। মিরপুরে তাই মাশরাফিদের এশিয়া কাপের আসরে হারানোর কষ্ট একটু বেশিই বলা যায়।

যেহেতু প্রতিপক্ষ ভারত আর ম্যাচটা টি২০ তাই ক্রিকেট বিশ্ব কালকের ম্যাচের দিকে বিশেষ নজর রাখছে। কারন টি২০ ম্যাচে যেকোন কিছুই হতে পারে। তবে পরিসংখ্যান কিন্তু বলছে ভারত ফেভারিট। কারন এই দুই দল ২০০৯ সালে আর ২০১৪ সালে দুইটি টি২০ ম্যাচ খেলেছে। এর বাইওে টি২০ ফর্মেটে দুই দলের সাক্ষাত নেই বলেই চলে।

২০০৯ সালের প্রথম টি২০র সাক্ষাতে ভারত জিতেছিল ২৫ রানে আর ২০১৪৫ সালে মিরপুরে নিজেদের ঘরের মাঠে মাশরাফিরা হেরেছিল ৮ উইকেটের বিশাল ব্যবধানে। সেই ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে প্রথমে ব্যাট করে রান তোলে ১৩৮। আর ভারত জবাবে ১৮.৩ ওভারে ২ উইকেটে জমা করে ১৪১ রান।

সে হিসেবে ভারতের মিরপুরের উইকেটে মাশরাফিদের বিপক্ষে টি২০-র স্মৃতি অবশ্যই আনন্দদায়ক। কিন্তু সেটা বাংলাদেশের ক্ষেত্রে নয়। সঙ্গে যোগ হয়েছে ২০১৪ সালে ভারতের বিপক্ষে সেই ম্যাচে অংশ নেয়া তামিম ইকবাল, এনামুল হক জুনিয়র আর শামসুর রহমান, জিয়াউর রহমান আর সোহাগ গাজী কেউ দলে নেই। টি২০ এশিয়া কাপে প্রথম বার অংশ নেবেন সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, আরাফাত সানী, আবু হায়দার রনি ও নুরুল হাসান। ৭ জন নতুন মুখ নিয়ে দল সাঁজালেও বাংলাদেশ শিরোপা জেতার স্বপ্ন নিয়ে কাল মাঠে নামবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া