adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৫ হাজার ডলারে বিক্রি হলো লেননের চার ইঞ্চি চুল

111_102994_0আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত বিটলস ব্যান্ডের সদস্য জন লেননের চার ইঞ্চি চুল নিলামে বিক্রি হয়েছে ৩৫ হাজার ডলারে। যুক্তরাষ্ট্রের ডালাসের হেরিটেজ অকশন জানিয়েছে, ব্রিটেনের স্মারক সংগ্রাহক পল ফ্রেজার এটি কিনেছেন।

রোববার বিবিসি অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৬৭ সালে ‘হাউ আই উওন দ্য ওয়ার’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতির জন্য জন লেনন মাথার চুল কাটানোর সময় জার্মান নাপিত চার ইঞ্চি চুল সংগ্রহে রেখে দেন। সেই চুল ২০১৬ সালে এসে কিনলেন পল ফ্রেজার।

১৯৮০ সালে নিউইয়র্কে আততায়ীর হাতে খুন হন জন লেনন।

এই নিলামে জন লেননের চুল ছাড়াও বিটলসের বিখ্যাত চার সদস্যের স্বাক্ষরিত একটি ছবি ৪২ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।  ‘ইয়েস্টারডে অ্যান্ড টুডে’ নামের অ্যালবামটির মূল যে কপি ছিল, সেটি বিক্রি হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া