adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুলারের অসাধারণ গোলে বায়ার্নের জয়

bayernস্পোর্টস ডেস্ক : পিছিয়ে পড়েও বুন্দেসলিগায় দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ। অসাধারণ একটি গোলসহ জোড়া গোল করেছেন বর্তমান চ্যাম্পিয়নদের ফরোয়ার্ড টমাস মুলার।

শনিবার আলিয়েঞ্জ আরেনায় সান্দ্রো ওয়াগনারের গোলে পিছিয়ে পড়ার ম্যাচে শেষ পর্যন্ত ডার্মস্টাটকে ৩-১ ব্যবধানে হারায় বায়ার্ন।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বায়ার্নকে ৪৯তম মিনিটে সমতায় ফেরান মুলার; মাপা ভলিতে লক্ষ্যভেদ করেন জার্মানির এই ফরোয়ার্ড।

৭১তম মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন মুলারই। আর্তুরো ভিদালের উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে ডার্মস্টাট গোলরক্ষককে পরাস্ত করেন ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মান দলের এই ফরোয়ার্ড।

এরপর বায়ার্নের জয় অনেকটাই নিশ্চিত করে দেয় রবের্ত লেভানদোভস্কির গোল। বুন্দেসলিগার এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে থাকা পোল্যান্ডের এই ফরোয়ার্ডের গোল হলো ২২টি।

দাপুটে জয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো বায়ার্ন। ৫৯ পয়েন্ট পেপ গুয়ার্দিওলার দলের। এক ম্যাচ কম খেলা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৪৮।

এই জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগে বাড়তি আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিল জার্মানির দলটি। আগামী মঙ্গলবার সেরা ষোলোর লড়াইয়ে সেরি আর শিরোপাধারী ইউভেন্তুসের মুখোমুখি হবে বায়ার্ন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া