adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালীয় দার্শনিক ইকোর জীবনাবসান

ff0df25e0c07609bb98b913d3d1a321b-আন্তজাতিক ডেস্ক  : আমরার্তো ইকোক্যান্সার যন্ত্রণার অবসান হলো, চলে গেলেন ইতালির দার্শনিক উপন্যাসিক আমবার্তো ইকো। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবর দিয়েছে, শুক্রবার ৮৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন তিনি।
সাহিত্য রচনার পাশাপাশি ইকো অধ্যাপনা করেছেন স্যান ম্যারিনো, হাবার্ড, বস্টন-এর মতো সুখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে।
নেম অব দ্য রোজ ইকোর বিখ্যাত রচনা। এই বইয়ের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করেছিলেন সিন কোনারি। উপন্যাস ছাড়াও শিশুদের বই এবং সাহিত্য সমালোচনার জন্য বিখ্যাত তিনি।
ইকো একবার লিখেছিলেন, ‘বই সবসময়ই অন্য বইয়ের গল্প বলে। প্রত্যেক গল্পই আগের একটি গল্পের কথা বলে। আরেকবার তিনি বলেছিলেন, ‘আমি আদতে একজন দার্শনিক, আমি শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনেই উপন্যাস লিখতে বসি।’ ১৯৮০ সালে সান ম্যারিনো বিশ্ববিদ্যালয়ে কমিউনেকশন বিভাগ চালু করেন তিনি।  ১৯৩২ সালে উত্তর ইতালির উত্তরাঞ্চলীয় শহর আলেসানডারিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি একশ’টিরও বেশি বই লিখেছেন। সূত্র: গার্ডিয়ান


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া