adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমরা আমাদের সামর্থ্য দিয়ে এগিয়ে যাচ্ছি- প্রধানমন্ত্রী

P-Mনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব দরবারে আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও এখন আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাঙালি জাতি।

আজ ২০ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি আশাবাদী, সারা বিশ্বে অর্থনেতিক উন্নতির ক্ষেত্রে বাংলাদেশ আজ একটি অবস্থানে চলে গেছে। কারও কাছে হাত পেতে নয়, কারও কাছে ভিক্ষা চেয়ে নয়, আমরা আমাদের সামর্থ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা বিজয়ী জাতি, আমরা কারও কাছে হাত পাততে পারি না। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের তালিকায় যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক নানা ভাষা শিখছে, তবে মাতৃভাষাকে ভুলে গেলে চলবে না। মাতৃভাষা শিখে অন্য ভাষা শিখলে প্রকৃত শিক্ষাটা অর্জন হয়। এজন্য আমি অনুরোধ করবো, রক্ত দিয়ে যে ভাষা আমরা অর্জ‌ন করেছি এর সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

শেখ হাসিনা বলেন, আমাদের ওপর দায়িত্ব পড়েছে সারা বিশ্বের ভাষা নিয়ে গবেষণা করা। আমাদের মাতৃভাষা ইনস্টিটিউটে সেটা করা হচ্ছে। ইতোমধ্যে ইউনোস্কো আমাদের এই ইনস্টিটিউটকে দ্বিতীয় ক্যাটাগরির স্বীকৃতি দিয়েছে।  

বাংলাদেশ উদার গণতান্ত্রিক দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবার মর্যাদা রয়েছে। সংবিধানেও সে স্বীকৃতি দেযা হয়েছে। জাতির পিতার নেতৃত্বে আমরা যে বিজয় অর্জন করেছি সেটা অক্ষুণ্ন রেখে বিশ্বসভায় আমরা এগিয়ে যাচ্ছি।  

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে একুশে পদক পাওয়া গুণীজনকে অভিনন্দন জানান। তিনি আশা করেন, তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে আরও গুণীজন জন্মাবে; যারা দেশ ও জাতির জন্য বিশেষ অবদান রাখবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া