adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্তিত্বের লড়াইয়ে আ.লীগ, ফুরফুরে মেজাজে বিএনপি

Dhaka_Law1455964079নিজস্ব প্রতিবেদক : ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
 
বিগত কয়েকটি নির্বাচনে জয়ী হওয়ায় আবারও অনেকটা ফরফুরে মেজাজে রয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। তারপরও নির্বাচনি প্রচারে কমতি নেই তাদের। এবারও তারা বিপুল ভোটে জয়ী হওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে।
 
অন্য দিকে বিগত কয়েকটি নির্বাচনেই আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল পরাজিদ হওয়ায় অনেকটা সংকটে মধ্যে পড়েছে দলটি। এই সংকট উত্তোরণের জন্য প্যানেলটি জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবারের নির্বাচনকে তারা অস্তিত্বের লড়াই হিসেবে মনে করছে।
 
আগের কয়েকটি নির্বাচনের কোনোটিতেই সাদা প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিশেষ করে ২০১৫-১৬ এবং ২০১৪-১৫ কার্যবর্ষের নির্বাচনে সাদা প্যানেলের ভরাডুবি হয়। ২০১৫-১৬ নির্বাচনে নির্বাচনে নীল প্যানেল মোট ২৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টি পদেই জয়লাভ করে। সাদা প্যানেল জয়লাভ করে মাত্র পাঁচটি পদে।
 
২০১৪-১৫ সালেও ২৫টি পদের মধ্যে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি এবং সাদা প্যানেল শুধু মাত্র ৬টি সদস্য পদে জয়ী হয়।
 
এসব নানা কারণে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২০১৬-২০১৭ কার্যবর্ষের নির্বাচন অস্তিত্বের লড়াই বলে সংশ্লিষ্টরা মনে করছে।
 
আগের নির্বাচনগুলোতে সাদা প্যানেলের পরাজয়ের কারণ হিসেবে দলীয় বিভেদ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে মূল কারণ হিসেবে মনে করছে সংশ্লিষ্টরা।
 
আইনজীবী সমিতির সাদা প্যানেলের প্রাক্তন সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু এ ব্যাপারে বলেন, বিগত নির্বাচনগুলোতে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কাক্সিক্ষত ফল অর্জনে ব্যর্থ হয়েছি। তবে এবারের নির্বাচনে সেই দূরত্ব কমে গেছে। এবার আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
 
নীল প্যানেলের প্রাক্তন সভাপতি সানাউল্লাহ মিয়া বলেন, বিগত কয়েকটি নির্বাচনে সাদা প্যানেল থেকে আইনজীবীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। সরকারের দমননীতি, আইনের শাসন প্রতিষ্ঠা, গুম-খুন এসবের রায় বিজ্ঞ আইনজীবীরা তাদের ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন। আর নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
 
উভয় প্যানেলই ২৭টি পদের জন্য তাদের প্রার্থীতা ঘোষণা করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত মুখর থাকছে আদালত অঙ্গন। লিফলেট, কার্ড ও মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে নিজ নিজ প্রার্থীদের পক্ষে ভোট চাইছে।
 
সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান মনোনয়ন পেয়েছেন।
 
অন্যদিকে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান (বাচ্চু)।
 
সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে আল-হাজ্জ মোহাম্মাদ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে আবু বারেক ফরহাদ, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক পদে আব্দুল হাই মামুন, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে বাহারুল আলম বাহার।
 
সম্পাদকীয় পদের নীল প্যানেলের প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে আফরোজা বেগম শেলী, সহসভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরি পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদে মো. আফানুর রহমান রুবেল, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ শাখাওয়াত উল্লাহ চৌধুরী।
 
সাদা প্যানেলের ১৫টি সদস্য পদে আমিনুল আহসান মামুন, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুর জাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, মো. আলাউদ্দিন খান, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, মোহাম্মাদ খায়রুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন, মোহাম্মাদ সাইফুজ্জামান টিপু ও মোহাম্মাদ নুর হোসেইন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
সদস্য পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেন আজমেরী আহমেদ চৈতি, আব্দুল মোমেন খান মামুন, আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নুপুর, জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ আকতারুল ইসলাম আক্তার ও সৈয়দ মোহাম্মাদ মাইনুল হোসেইন অপু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া