adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিদি – তামিম অনেক সখ্যতা

TAMIM-AFRIDIস্পের্টস ডেস্ক : আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যেয়ে শহীদ আফ্রিদির সঙ্গে বেশ সখ্যতা হয়েছে তামিম ইকবালের। পেশওয়ার জালমির অধিনায়ক আফ্রিদি প্রতিটি ম্যাচের আগে তামিমের সঙ্গে গেমপ্ল্যান নিয়ে আলোচনা করতেন। বৃহস্পতিবার ঢাকায় ফিরে দেশের একটি ইংরেজি পত্রিকার সঙ্গে আলাপকালে এসব কথা জানান তারকা ওপেনার।

শুধু আফ্রিদি নয়। তার মেয়েদের কাছেও প্রিয় নাম তামিম ইকবাল। বাবার কাছে তারা প্রায়ই আবদার করতেন তামিমের সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে। অবশেষে একদিন সেই সুযোগ তারা পেয়েও যান।

তামিমের সঙ্গে দেশে ফিরেছেন সাকিব-মুশফিকও। তামিম ঢাকা থেকে চলে যাবেন সন্তানসম্ভবা স্ত্রীর কাছে। সঙ্গত কারণে খেলতে পারছেন না দেশের মাটির এশিয়া কাপ।

আলাপকালে তামিমের কণ্ঠে শোনা যায় এই আক্ষেপ, ‘সত্যি, এশিয়া কাপ খুব মিস করবো। এমনিতে জাতীয় দলের হয়ে না খেলাটা কষ্টের। তারপর সেটা যদি হয় দেশের মাটির এশিয়া কাপ, তাহলে তো কষ্ট আরো বেড়ে যায়।’

তামিমের সময়টা দারুণ যাচ্ছে। বিপিএলে দল খারাপ করলেও তামিম ছন্দে ছিলেন। তারপর পিএসএলেও নিজের জাত চিনিয়েছেন। ছয় ম্যাচে তিন অর্ধশতকে তার রান ২৬৭। গ্রুপ পর্ব পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহের দিক দিয়ে তিনি তৃতীয়।

ব্যাটে যখন এমন রানের স্রোত, তখন খেলতে না পারলে আপসোস তো আকাশচুম্বী হবেই। তবু তামিম বলছেন, সামনে জীবনের বিশেষ একটা মুহূর্ত আসছে। প্রহর গুনছেন বাবা হওয়ার। তাই সব আপসোস দূরে সরিয়ে রাখছেন, ‘টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়াটা কঠিন ছিল। কিন্তু আমার হাতে অন্য কোনো অপশন নেই। এটা আমার জীবনের বিশেষ একটা সময়।’

পিএসএলের অভিজ্ঞতা জানতে চাইলে জানালেন ভীষণ উপভোগ করেছেন, ‘আমার দলের কর্মকর্তারা আমাকে নিয়ে ভীষণ খুশি। প্রতিটি মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি।’

‘শহীদ আফ্রিদির সঙ্গে সম্পর্কটা আরো ভালো হয়েছে। সে সব সময় আমার সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা করত। আমার সিদ্ধান্তকে গুরুত্ব দিত। একদিন ওয়ার্মআপের সময় আমরা টস নিয়ে আলোচনা করছিলাম। দুজনে সিদ্ধান্ত নেই টস জিতলে ব্যাট নেয়ার। টসের সময় প্যাভিলিয়ন থেকে আমি দেখতে পাই ও টস জিতেছে। সঙ্গে সঙ্গে আমি প্যাড পরে তৈরি হয়ে যাই। অন্যরা বিষয়টি দেখে অবাক হয়েছিল। বলে, তুমি কীভাবে বুঝলে আগে ব্যাট করতে হবে।’

তামিম সব বিষয়ে কথা বললেও রমিজ রাজার ব্যাপারে কিছু বলতে রাজি হননি। প্রসঙ্গটি আসতেই তামিম চলে গেলেন অন্য আলোচনায়, ‘আমি না থাকলেও দেখবেন দল ভাল করছে। এতদিনে অন্যরা বুঝে গেছে কীভাবে টি-টোয়েন্টি খেলতে হয়। দলের জন্য শুভ কামনা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া