adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে ২৮ জন নিহত, আহত ৬১

photo-1455744138আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আঙ্কারায় সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে গতকাল বুধবার গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। 
তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬১ জন। স্থানীয় সময় বুধবার রাতে আঙ্কারায় অবস্থিত দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে এই গাড়িবোমার বিস্ফোরণ হয়। একে সন্ত্রাসবাদী হামলা বলেছে দেশটির সরকার।

বিবিসি জানিয়েছে, গাড়িবোমার বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো আঙ্কারা প্রকম্পিত হয়। ঘটনার পরপরই রাজধানীর সব এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। দেশটির কর্মকর্তারা ২৮ জনের মৃত্যু ও ৬১ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। 

আঙ্কারার কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর একটি বাস পাশ দিয়ে যাওয়ার পর গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। জানা গেছে, ঘটনাস্থলের বেশ কাছেই অবস্থিত তুরস্কের পার্লামেন্ট ভবন। 

তুরস্কের উপপ্রধানমন্ত্রী বাকির বোজদাগ বলেন, এটি স্পষ্ট সন্ত্রাসী হামলা। তবে এ হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। 

জানা গেছে, ঘটনার পরপরই তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু ব্রাসেলস সফল বাতিল করেন। 

হামলার ঘণ্টাখানেক পরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আত্মরক্ষায় আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে তুরস্কে সন্ত্রাসী হামলার হার বেড়েছে। গত অক্টোবরেই এক হামলায় আঙ্কারায় শতাধিক মানুষ নিহত হয়েছে। চলতি বছরই আরো হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া