adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে প্রতিমাসে মেয়েদের বিশেষ দিনে ছুটি

314A00AF00000578-3449373-image-a-39_1455640988349-400x266আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশে প্রতিমাসে মেয়েদের বিশেষ দিনগুলোতে ছুটির ব্যবস্থা করা হয়েছে। আগামী পহেলা মার্চ থেকে এ ছুটি কার্যকর হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেয়েরা ঋতুস্রাবের সময় দুদিনের ছুটি নিতে পারবেন। পিপলস ডেইলি অনলাইন
যদিও এশিয়ার অনেক দেশে এধরনের ছুটির কথা বিবেচনা করা হচ্ছে তবে তা কার্যকর করা হয়নি। মেয়েরা লজ্জায় এধরনের ছুটি নিতে চান না বা ছুটি নিলে অফিসের বসরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেন না বলে এমন ছুটি কার্যকর করা যাচ্ছে না। কিন্তু অনেক মেয়েই বিশেষ দিনগুলোতে তীব্র ব্যথায় ভোগেন যাদের ছুটি ও বিশ্রামের প্রয়োজন হয়। ফলে তাদের অফিসে কাজে মনোযোগ দেয়া সম্ভব হয় না। আবার অনেক মেয়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যে এধরনের ছুটি নিতে চান না।
চীনের আনহুই প্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন মেয়েরা তাদের বিশেষ দিনগুলোতে প্রয়োজন মনে করলে দুদিনের ছুটি নিতে পারবেন। জানুয়ারিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর জন্যে প্রতিদিন এক ঘন্টা ও প্রসবকালীন ছুটি এ প্রদেশের মেয়েরা ভোগ করতে পারবেন। এর আগে দেশটির হুবেই ও হাইনান প্রদেশে এধরনের ছুটি কার্যকর করা হয়েছে। চীনের অন্যান্য প্রদেশে এধরনের ছুটি কার্যকরা করার ব্যাপারে সক্রিয় বিবেচনা করা হচ্ছে।
তবে এধরনের বাড়তি ছুটি ভোগ করলে অনেক প্রতিষ্ঠান মেয়েদের কর্মসংস্থানের ক্ষেত্রে পিছপা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বেইজিং নিউজ বলছে অনেক গায়নোকোলজিস্ট বা ধাত্রীবিদ্যার অধ্যাপক চিকিতসকরা মনে করছেন, আসলেই মেয়েদের বিশেষ দিনগুলোতে তাদের পক্ষে শারীরিক অস্বস্তি ও ব্যথার কারণে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। চীনে মেয়েদের প্রিয় টুইটার ওয়েইবোতে অনেকে মতামত দিয়ে বলছে মেয়েদের কাজ পেতে এধরনের ছুটির বিষয়টি বাধা হয়ে না দাঁড়ায়। তবে অনেকে বলছেন, মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় এটি ভাল সিদ্ধান্ত।
তাইওয়ানে এক জরিপে দেখা গেছে মেয়েরা প্রতি মাসে অন্তত দুই থেকে তিনদিন ছুটি নিলে বছরে একমাস ছুটি নিতে হবে। এবং এটি যে কোনো শিল্পকারখানার জন্যে বাড়তি খরচ বহন করতে বাধ্য করবে। ইন্দোনেশিয়ায় এধরনের ছুটি থাকলে কেউ সহজে নিতে চায় না আবার অনেককে এধরনের ছুটি নিতে বাধ্য করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া