adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহ মোয়াজ্জেম বললেন – আ.লীগের কপালে আগুন লেগেছে

news_img (1)ডেস্ক রিপোর্ট : বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘আ.লীগের কপালে আগুন লেগেছে। বেগম খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতা-কর্মীরা বাসে আগুন দেয়নি। দেশে এখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা থেকে মুক্তি পাবার একমাত্র পথ আন্দোলন-সংগ্রাম।’

সোমবার বিকালে চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বেগম জিয়ার নেতৃত্বে এমন আন্দোলন গড়ে তোলা হবে যাতে করে আ.লীগের নেতারা পালাবারও সুযোগ পাবে না। আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতি করেছি। আর আমার নেতা বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে জেল হত্যা মামলা দিয়েছেন। আওয়ামী লীগকে এবং শেখ মুজিবকে হত্যা করার জন্য যে বাহিনী করা হয়েছিলো সেই বাহিনীর প্রধান ইনুকে তিনি মন্ত্রী বানিয়েছেন। আমি আওয়ামী ঘরানার লোক ছিলাম। বঙ্গবন্ধু আমাকে চিপ হুইপ করেছেন। সেই আমি জীবনের শেষ বয়সে বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ট নেতৃত্ব দেখে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি। বেগম জিয়া স্বামী-সন্তান হারিয়েও সৈরাচারের কাছে মাথানত করেননি।

শাহ মোয়াজ্জেম আরো বলেন, শেখ মুজিব বাকশাল কায়েম করেছেন। আর শেখ হাসিনা বাবার স্বপ্ন প্রতিষ্ঠিত করার চেষ্ঠা করছেন। ৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন করা হয়েছে। এটা নিয়ম রক্ষার নির্বাচন। সেই নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। বর্তমান সরকারের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে। মায়ের পেটেও সন্তান আজ নিরাপদ নয়। শেখ হাসিনা আজ মুক্তিযুদ্ধের কথা বলেন, অথচ তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছেন। আপনি এই নির্বাচন কমিশনকে বাদ দিয়ে নির্দলীয় তত্ববধায়ক সরকাররে অধীনে নির্বাচন দিয়ে দেখুন জনগণ আপনাকে কয়টা ভোট দেয়।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু বলেন, শেখ মুজিবের কন্যা এইভাবেই মানুষ হত্যা করবে, গণতন্ত্রকে হত্যা করবে এটা ভাবতে লজ্জায় মাথা নত হয়ে আসছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সাথে প্রতারণা করছে।

চাঁদপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপি’র আহবায়ক খলিলুর রহমান গাজী ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, হুমায়ুন কবির, ফেরদৌস আলম বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আ.সাওার পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া