adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিবাহিত নারীর সঙ্গে পোপের গোপন প্রণয়!

pope_102261বিবিসি : প্রয়াত দ্বিতীয় পোপ জন পল ও বিবাহিত এক নারীর মধ্যে আবেগপ্রবণ গভীর সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। এই ধারণার সূত্র তাদের মধ্যে আদান-প্রদান হওয়া কয়েক শ চিঠি।

সোমবার বিবিসি অনলাইনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় পোপ জন পল ও আনা তেরেসা তিমিনিয়েত্স্কার নামের ওই  নারীর মধ্যে আদান-প্রদান হওয়া কয়েক শ চিঠি খুঁজে পেয়েছে বিবিসি। ১৯৭৩ সালে তাদের মধ্যে এই চিঠি দেয়া-নেয়া শুরু হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, পোল্যান্ডের বংশোদ্ভূত আমেরিকান দর্শনবিদ আনা তেরেসা একটি বই সম্পর্কে প্রথম যোগাযোগ করেন ভবিষ্যৎ পোপ জন পলের সঙ্গে। তখন জন পল ছিলেন কার্ডিনাল ক্যারোল উইত্তেভা।

এর পর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এমন প্রায় কয়েক শ চিঠি পোল্যান্ডের জাতীয় লাইব্রেরিতে লুকানো ছিল।

এসব চিঠিতে ফুটে উঠেছে আনা তেরেসা বিভিন্ন সময়ে  পোপের সঙ্গে অবকাশ যাপন করেছেন। ক্যাম্পিং ও স্কি ট্রিপে অংশ নিয়েছেন। বিরল কয়েকটি ছবিতে দুজনকে দেখা যাচ্ছে তাঁবুর সামনে।

বিবিসির সংবাদদাতারা বলছেন, চিঠিগুলো আবেগপ্রবণ এক গভীর সম্পর্কের ধারণা দেয়।

১৯৭৮ সালে পোপ নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন টিকে ছিল তাদের বন্ধুত্ব। তবে পোপ জন পল কখনো কৌমার্য ব্রত ভেঙেছেন কি না সেটি এসব চিঠিতে পরিষ্কার নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া