adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেল্তার বিপক্ষে মেসিদের প্রতিশোধের ম্যাচ

BARCA-PRE-1স্পোর্টস ডেস্ক : শিরোপা জয়ের পথে অদম্য গতিতে এগিয়ে চলা বার্সেলোনার সামনে এবার সেল্তা ভিগো। লা লিগার মাঝারি সারির দলটির বিপক্ষে এ লড়াই লুইস এনরিকের শিষ্যদের জন্য প্রতিশোধেরও। বিশ্রাম কাটিয়ে লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার ফেরায় এই ম্যাচের আগে উজ্জীবিত কাতালুনিয়ার দলটি। কাম্প নউতে রোববার স্পেনের লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

গত বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে ভালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে স্পেনের ক্লাবগুলোর মধ্যে টানা অপরাজিত থাকার রেকর্ড (২৯ ম্যাচ) গড়ে বার্সেলোনা। গত মৌসুমে ট্রেবল জেতা এনরিকের দল এবারও দোর্দণ্ড প্রতাপে এগিয়ে চলছে। 

স্পেনের শীর্ষ লিগে শেষ ১৫ ম্যাচে হারেনি বার্সেলোনা। এর মধ্যে ১২টিতেই জয় পায় তারা, বাকি তিনটি ম্যাচ করেছে ড্র। সব মিলিয়ে এবারের লিগে ২২ ম্যাচ খেলে দুটিতেই কেবল হেরেছে বার্সেলোনা।

এই দুই হারের একটি সেল্তার বিপক্ষে; গত সেপ্টেম্বরে সেল্তার মাঠ থেকে ৪-১ গোলে হেরে আসে এনরিকের শিষ্যরা। গত মৌসুমেও দলটির বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছিল তারা; ১-০ গোলে হারটি ছিল ঘরের মাঠে। এবারের ম্যাচটি মেসি, সুয়ারেস, নেইমারদের জন্য তাই প্রতিশোধ নেওয়ার উপলক্ষ।
এ মৌসুমে লা লিগায় ৪৮ গোল করেছে ‘এমএসএন’ নামে পরিচিত মেসি, সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার আক্রমণ-ত্রয়ী। রিয়ালকে বাদ দিয়ে লিগের বাকি দলগুলোর করা মোট গোলের চেয়েও এটা বেশি। তিন জনই দারুণ ফর্মে থাকায় ২৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা সেল্তার বিপক্ষে বার্সেলোনার জয়ের আশা করতেই পারে সমর্থকরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া