adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘চোরাচালানের সঙ্গে সুসংগঠিত সন্ত্রাস বাহিনী জড়িত’

muhit1455352348ডেস্ক রিপোর্ট : পৃথিবীর বিভিন্ন সুসংগঠিত সন্ত্রাস বাহিনী চোরাচালানের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
 
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সীমান্ত দিয়ে অবৈধ পথে যেসব পণ্য আসে এর মধ্যে পছন্দ করি না এমন তিনটি পণ্য হলো- স্বর্ণ, বিভিন্ন বিদেশি মুদ্রা ও কোকেন। এগুলো দেশের ভারসাম্যকে বিঘ্নিত করে। এগুলো দ্বারা স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হয়। এগুলো সন্ত্রাস বৃদ্ধি করতে পারে। এ ছাড়াও দেশের জন্য অন্যান্য ক্ষতিকারক পণ্য রয়েছে।’
 
তিনি বলেন, ‘পৃথিবীতে বিভিন্ন সুংগঠিত সন্ত্রাস বাহিনী রয়েছে। ওই সংগঠিত সন্ত্রাস বাহিনী সকল চোরাচালানের সঙ্গে জড়িত। এজন্যই সীমান্তে শুল্ক নিরাপত্তা বাড়াতে হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তার সঙ্গে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করা। যারা মানুষের জন্য ভাল কিছু করে তাদের দিকে খেয়াল রাখা।’
 
মুহিত বলেন, ‘আমাদের সরকার ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা চেষ্টা করছি কি ভাবে হয়রানি বন্ধ করা যায়। এ উদ্দেশ্য কিছু দূর এগিয়েছি। সেই উদ্দেশ্য আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সেমিনার। আমরা সকলের সহযোগিতা চাই।’
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন অর্থ-প্রতিমন্ত্রী এম এ মান্নান ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সচিব ড. মোজাম্মেল হক খান, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যলয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া