adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঋতুরাজ বসন্তকে বরণ করলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

9hGDpzS4zZzQডেস্ক রিপোর্ট : আনন্দ আয়োজনে ঋতুরাজ বসন্তকে আগাম বরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মাঘের শেষ সকালে চ্যানেল আইয়ের গানে গানে সকাল শুরু অনুষ্ঠানের বিশেষ পর্বে এ আয়োজন করা হয়। প্রকৃতির প্রতি সচেতনতা ও ভালোবাসা বাড়াতে সাধারণ মানুষকে আহ্বান জানান প্রকৃতিবিদরা। 
শীতকে বিদায় জানিয়ে ঋতুরাজ বসন্তকে আগাম বরণ করে নিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চ্যানেল আই প্রাঙ্গণের ছাতিম তলায় গানে গানে সকাল শুরুর বিশেষ পর্ব।

সুর ও বাণীতে ঋতু বন্দনায় রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে সুরের ধারার শিল্পীরা।

প্রকৃতিতে প্রাণের চাঞ্চল্য আনা বসন্তের আগাম বরণ আয়োজনে অংশ নেন প্রকৃতিপ্রেমীসহ অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন বলেন, বসন্তের এই শুরুর লগ্নে আমরা প্রকৃতিকে ভালোবাসবো এবং আবার প্রকৃতি নতুন করে সংরক্ষনে সবাই কাজ করবো।

ঢাবির অধ্যাপক নূরজাহান সরকার বলেন, বাংলাদেশের প্রকৃতিপ্রেমীরা যে প্রকৃতিকে ভালোবাসে এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে প্ররো বিশ্বকে দেখানোর উদ্যোগ নেওয়ার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

পলাশের বনে রংয়ের আগুন ছড়ানো এ ফাগুনে সবাইকে প্রকৃতি রক্ষার শপথে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি বিশেষজ্ঞরা। রন্ধন বিশেষজ্ঞ বলেন, ফাল্গুন মাস যখন শুরু হয় তখন প্রকৃতির সাজগোজও বেড়ে যায়।

পৃথিবী যখন সাজে তেমন করে আমরাও সাজগোজ করে ফাল্গুনকে বরণ করে নিই। অনুষ্ঠানে পরিবেশবীদরা ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গণের অনেক শিল্পীরাও।

ফাল্গুনের এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ আনন্দিত অভিনেত্রী আফরোজা বানু।

সঙ্গীতশিল্পী রেবেকা সুলতানা বলেন, বসন্ত চমৎকার ভাবেই আমাদের কাছে এসে ধরা দেয়। কামনা একটাই এ ঋতুর ছোঁয়ায় যেনো রঙিন হয় আমাদের দেশ।

পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল হান্না খান বলেন, এ বসন্তকে ভুলে আমরা সবাই যেনো কোথায় চলে যাচ্ছি তা আমরা নিজেরাও জানি না। তাই উচিত প্রকৃতিকে সবাই মিলে রক্ষা করা।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বসন্তের এমন অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে বলেন, প্রকৃতি ছাড়া আমাদের কোনো উপায় নেই। সুতরাং প্রকৃতিকে আমাদের আরো বেশি করে ভালোবাসতে হবে এবং সবাইকে সজাগ থেকে প্রকৃতির যে ক্ষতি হচ্ছে সেটির দিকে লক্ষ্য রেখে তাকে বাঁচাবো। 

ফাগুনের প্রতি সবার এমন ভালোবাসাকে প্রকৃতির প্রতি সার্বজনীন ভালোবাসায় রূপ দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া