adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুতের বকেয়া বিল ৫৩৮১ কোটি টাকা

5e8d35511f9c3ebac224722fd8a0a19e-নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ ৫ হাজার ৩৮১ কোটি টাকা বলে বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন।
জাতীয় পার্টির এমপি সালমা ইসলামের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিদ্যুতের বকেয়া বিল আদায়ের জন্য খেলাপি গ্রাহকদের তালিকা তৈরি করা হয়েছে। বকেয়া আদায়ের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা ২ হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুট। গত সাত বছরে গ্যাসের উতপাদন উল্লেখযোগ্য হারে বাড়লেও এখনও দৈনিক ঘাটতি প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট।
মামুনুর রশীদের প্রশ্নের জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুয়াতন বোর্ডের আওতাধীন ১৮ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১১.৬১ লাখ গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে বাকিদের সংযোগ দেওয়া হবে। বর্তমানে ৭৫ ভাগ নাগরিক বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে বলে অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান।

জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত আলীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, জানুয়ারি ২০০৯ সাল থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত দেশি, যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগে ১১ হাজার ৬১০টি শিল্প প্রকল্প নিবন্ধিত হয়েছে। এসব প্রকল্পে মোট চার লাখ ৯২ হাজার ৯১৪ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকার বিনিয়োগ প্রস্তাব করা হয়েছে।

মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ছাতক সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তর করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ বছরের জুলাই মাসে এর কাজ শুরু হবে।

পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ইলেকট্রিক সামগ্রী রফতানি করে ৯০.১১ মিলিয়ন ডলার আয় করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া