adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় এটুআই’র ডিজিটাল তথ্যকেন্দ্র

2016_02_10_21_20_42_mSxYGJpPOEgPnTS39E8OpAZTZuJmZo_original (1)ডেস্ক রিপোর্ট : স্ট্যান্ডে দু’টি টাচ স্ক্রিন মনিটর। এই মনিটরগুলোকে বলা হয় কিয়স্ক। মনিটরগুলোতে স্পর্শ করেই যেকোনো  কনটেন্ট পড়া যায়। দর্শকরা ভিড় করছে মনিটরের সামনে। টাচ করে জেনে নিচ্ছে প্রয়োজনীয় তথ্য। এমন দৃশ্যের দেখা মেলে অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি চত্বরে গেলে। 

মেলায় নতুন কি কি বই এসেছে, কোন বই কোন স্টলে পাওয়া যাচ্ছে তা জেনে নেয়া যাচ্ছে এই কিয়স্ক মেশিনে। এই সুবিধা প্রধান করছে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রোগ্রাম। মেলায় এটুআই'র এই সেবা কেন্দ্রের নাম ‘ডিজিটাল তথ্যকেন্দ্র।’ 

এই 'ডিজিটাল তথ্যকেন্দ্র' ২০১১ সাল থেকে প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলায় সেবা দিয়ে আসছে।বাংলা একাডেমির বর্ধমান হাউজের উত্তর পাশে আম গাছের তলায় এই কেন্দ্র ঠাঁই পেয়েছে।  

এবার ১০ এমবিপিএস আনলিমিটেড প্যাকেজের মাধ্যমে মেলায় আগত দর্শনার্থীদের বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা দিচ্ছে স্টলটি। এই ই-সেবা কেন্দ্র থেকে ২০০ মিটার দূর পর্যন্ত ওয়াইফাই সুবিধা কার্যকর থাকবে।

 

প্রিয় বইটির প্রকাশনীর স্টল খুঁজে পেতে  বইমেলায় এসে বিড়ম্বনায় পড়তে হয় অনেককেই। ডিজিটাল তথ্যকেন্দ্রের কিয়স্ক থেকে স্টল, বিভিন্ন লেখকদের প্রকাশিত বইয়ের নামসহ তালিকা ব্যবহারকারী নিজেই খুঁজে নিতে পারেন মেলায় আসা বইপ্রেমীরা।

পাশাপাশি এখান থেকেই ডিজিটাল কিয়স্ক থেকে জাতীয় তথ্য বাতায়ন (http://bangladesh.gov.bd), সেবাকুঞ্জ (http://www. services.portal.gov.bd) এবং শিক্ষক বাতায়ন (https:// www.teachers. gov.bd) সম্পর্কে দর্শনার্থীদের জানা-শোনার সুযোগ করে দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই মেলা উদ্বোধনের দিন এই স্টলে বাংলা ভাষায় তৈরি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বই মেলার যাবতীয় তথ্যের সাথে এই ডিজিটার তথ্যকেন্দ্রে ১০২ ধরণের সরকারি ও বেসরকারি সেবা পাওয়া যাচ্ছে। বই মেলায় এবার প্রথমবারের মত নবম-দশম শ্রেণির মাল্টিমিডিয়া বই উদ্বোধন হয়েছে। তথ্যকেন্দ্রে আরও থাকছে মেলায় স্টল ম্যাপ, ডিজিটাল গণগ্রন্থাগার, জাতীয় তথ্য বাতায়ন এবং সেবাকুঞ্জ।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া