adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যে কোন সময় সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটন’

joypurhat1455115555ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, হাইকোর্টের নির্দেশে সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়েছে। র‌্যাব যেভাবে কাজ করছে যে কোন সময় হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
 
বুধবার দুপুরে জয়পুরহাটের জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষ সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী।
 
এছাড়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি, র‌্যাব, পুলিশ ও রাজনীতিবিদ কেউই আইনের ঊর্ধ্বে নয়। মাদক নিয়ন্ত্রণে ভারত ও মিয়ানমারের মধ্যে একটি দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমে মাদক চোরাচালান বন্ধ ও মাদককে নিয়ন্ত্রণসহ মাদক অধিদপ্তরকে ঢেলে সাজানো হবে।
 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খাঁন, রাজশাহী পুলিশ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইকবাল বাহার পিপিএম, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, কমিউনিটি পুলিশের সদস্য সচিব নন্দলাল পার্শী, মিনফুজুর রহমান মিলন প্রমুখ। 

মন্ত্রী আরো বলেন, বিজিবি ও পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং বিজিবি হাসপাতাল, বিজিবি ব্যাংক করার চিন্তা-ভাবনা করছে সরকার। ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের মধ্যে ইতিমধ্যেই ১৪ হাজার নিয়োগ দেওয়া হয়েছে।
 
সভা শেষে মন্ত্রী বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এবং পরে আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া