adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪র্থ বার অনু-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

India V Whoজহির ভূইয়া
এই নিয়ে ৪র্থ বার (২০০০ সাল, ২০০৮ সাল আর ২০১২ সাল) অনু-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত ছোটদের ক্রিকেট দল পা রেখেছে। ১১তম আসরের প্রথম সেমি ফাইনালে ভারত শ্রীলঙ্কান ছোটদের ক্রিকেট দলকে ৯৭ রানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে। ভারতের ৭ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। আর শ্রীলঙ্কান অনু-১৯ ক্রিকেট দল ১৭০ রানে অলআউট।

এর আগে ১০ বার আসর বসেছে ছোটদের। তাতে ভারত ৩ বার, অস্ট্রেলিয়া ৩ বার, পাকিস্তান ২ বার, দক্ষিণ আফ্রিকা ১ বার আর ইংল্যান্ড এক বার শিরোপা জিতেছে। ভারত আর অসি ছাড়া ৩ বার কেউ শিরোপা জেতেনি। এই নিয়ে ৪র্থ বার ফাইনালে আসার আগে যে ৩ বার ফাইনালে খেলা ভারত তিন বারই শিরোপা জিতে ঘরে ফিরেছে। এবার পাশের বাড়ীর মাঠ থেকে ৪র্থ বার শিরোপা জেতার স্বপ্ন দেখছে ভারত। যদি ভারত ৪র্থ সফল হতে পারে সেটা হবে অনু-১৯ বিশ্বকাপে নতুন রেকর্ড। তবে ভারতের প্রতিপক্ষ কে? সেটা জানা যাবে পরশু দিন মিরপুরে স্বাগতিক বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ফলাফলের উপর।

টস হেরে ভারত ৭ উইকেটে ২৬৭ রানের বড় টার্গেট দাঁড় করার প্রতিপক্ষ শ্রীলঙ্কান ছোটতের দলের বিপক্ষে। ভারতের ২৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কান ছোটদের ক্রিকেট দল। ওপেনার বান্দারা ২ রানে আর অভিষেক ফার্নান্দো ৪ রানে সাঁজ ঘরে ফেরত যাবার মধ্যে দিয়ে উইকেটের পতন শুরু হয়। ওয়ান ডাউনে নামা কামিন্দু মেন্ডিস টিকলেন। কিন্তু অপর প্রান্তে থাকা আসালাঙ্কা মাত্র ৬ রানে শেষ! ৩ উইকেটে রান মাত্র তো ৪২! মেন্ডিসও গেলেন ৩৯ রান করে, দলের রান ৯১/৪।

মনে হয়েছিল ৫ম জুটিতে সাম্মু আসহান আর ভিসহাদ ডি সিলভা কিছু করবেন। কিন্তু ৩৮ রান করা সাম্মু আসহান রান আউট হলেন। আর ভিসহাদ ডি সিলভা ২৮ রান করে ফিরতি ক্যাচে পরিণত হলে ভারতের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়। ৬ উইকেটে ১৩৩ রান, ৩৪.১ ওভার। আর দলের ১৪৯ রানে ৭ম ব্যাটসম্যান হিসেবে ওয়ানিদু ৮ রান করে আউট। শেষ দিকে আর কেউ দাঁড়াতে পারেনি। যে কারনে ১৭০ রানেই অলআউট শ্রীলঙ্কার অনু-১৯ ক্রিকেট দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে ভারতের অনু-১৯ ক্রিকেট দল। সকালের কুয়াশার সুবিধা নিয়ে বল করে শ্রীলঙ্কা অনু-১৯ যেটা চেয়েছিল তা হতে দেয়নি ভারতের ছোটদের দল। তবে শুরুতে কিছুটা চাপেই ছিল ৩ বার অনু-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। দলের ওপেনিং জুটি ভেঙ্গে যায় মাত্র ২৩ রানেই। ১৪ রানে ফেরত যান ওপেনার রিসাব পেন্ট। আর অপর ওপেনার অধিনায়ক ইশান কিষান মাত্র ৭ রানে সাঁজ ঘরের পথে হাটা ধরলে চাপেই পড়ে ভারত। কারন ৯.২ ওভারে ২৭ রান! এরপর মিডল অর্ডার লঙ্কান বোলিং আক্রমন সামাল দিয়ে রানের গতি বাড়িয়েছে। কিন্তু খুব দ্রুত উইকেট উপহার দেয়নি।

ওয়ান ডাউনে আমা আনমোলপিত সিং ৭২ রান আর সারফরাজ খানের ৫৯ রানে বেশ শক্ত অবস্থানে চলে যায় ভারত। মিডল অর্ডারে ওয়াসিংটন স্যানডার ৪৩ রানে ফেরত গেলে স্কোর পৌচ্ছে যায় ৪৫ ওভাওে ৫ উইকেটে ২১৮ রান। শেষ দিকে আরমান জাফরের ২৯, মাহিপালের ১১ আর মায়ানাক ডাগারের ১৭ রানে সুবাদে ভারতের স্কোর ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৬৭ হয়ে যায়। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া