adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে কাঁদলেন প্রয়াত মহসিন আলীর স্ত্রী

Moshin1454948786ডেস্ক রিপোর্ট : স্বামীর স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংসদে এটা তার প্রথম অধিবেশন।
 
সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি স্বামীর স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন।
 
স্বামীর মৃত্যুর পর গত বছরের ২৩ নভেম্বর ওই আসনের উপনির্বাচনে সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন।
 
সংসদে লিখিত বক্তব্যে সহধর্মিনী হিসেবে স্বামীর বিভিন্ন দিক স্মৃতি চারণ করেন তিনি। তিনি বলেন, আজ আমার এখানে থাকার কথা ছিল না। আমার স্বামীর মৃত্যুতে আজ আমাকে এখানে দাঁড়াতে হয়েছে। আমার স্বামী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি আজীবন দেশকে ভালবেসে, বঙ্গবন্ধুকে ভালবেসে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন।
 
পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়ারও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
 
গত ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া