adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ মাস পর ঘোষণা হতে যাচ্ছে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

dol1454778371নিজস্ব প্রতিবেদক : প্রায় ১৫ মাস পর অবশেষে শনিবার রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের কমিটিও ঘোষণা হবে।
 
যে কোনো সময়ে গণমাধ্যমে এই ধরনের প্রেসবিজ্ঞপ্তি পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন সংঘঠনটির দফতর সম্পাদক আবদুস সালাম পাটোয়ারি।
 
দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সময়ে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে ‘কার্যকর ভূমিকা’ রাখতে ব্যর্থ ছাত্রদলের নেতৃত্ব পরিবর্তন করে বিএনপির হাইকমান্ড। গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
২০১ সদস্যবিশিষ্ট ওই আংশিক কমিটির মধ্যে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকমণ্ডলী মিলিয়ে ১৫৩ জনের নাম ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও আজ অবদি কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি সংগঠনটির শীর্ষ নেতারা।
 
ছাত্রদলের আংশিক কমিটিতে ৩৪ জনকে সহ-সভাপতি, ৩৫ জনকে যুগ্ম সম্পাদক, ২৭ জনকে সহ-সাধারণ সম্পাদক, ২৮ জনকে সহ-সাংগঠনিক ও ২৬ জনকে সম্পাদকম-লীর বিভিন্ন পদে পদায়ন করা হয়েছিল।
 
আংশিক কমিটি ঘোষণার পরপরই কমিটিতে জায়গা না পাওয়া নেতা-কর্মীদের একটি বড় অংশ বিদ্রোহ করে। যোগ্য ও  ত্যাগীদের দিয়ে কমিটি করা হয়নি-এমন অভিযোগে তারা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে আন্দোলনে নামে। পকেট কমিটি গঠনের অভিযোগ এনে ওই দুই নেতার কুশপুত্তলিকাও পোড়ান তারা। কমিটিতে জায়গা পাওয়া ও না পাওয়াদের দুটি গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষেও জড়ায়। তবে পদবঞ্চিতদের ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বিএনপির হাইকমান্ডের এমন আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া