adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে রমিজ নাটক (ভিডিও)

news_img (2)ডেস্ক রিপোর্ট : আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়ে আসছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। গত বছরের ১৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ম্যানুকা ওভালে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে বিতর্কিত কথাবার্তা বলেছিলেন রমিজ। এবার আরো একবার তেমন ঘটনারই অবতারণা করলেন তিনি।

সরাসরি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে। প্রথমবার শুরু হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে মাঠে নেমেই সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে ৭ উইকেটের বড় পায় করাচি কিংস। 

স্বাভাবিকভাবেই সাকিবের হাতেই ম্যাচ সেরার পুরস্কার উঠার কথা। হলোও তাই। কিন্তু পুরস্কার দিতে এসে সাকিবের পরিবর্তে দ্বিতীয়বার ক্যারিবিয় ব্যাটসম্যান লিন্ডন সিমন্সের নাম ঘোষণা করলেন পাক ভাষ্যকার রমিজ রাজা। 

অবশ্য শেষ পর্যন্ত এ ঘটনার জন্য সাকিবকে ‘সরি’ বলেছেন রমিজ। এ ম্যাচেই ৬২ রান করে অপরাজিত থাকা সিমন্সকে ‘ম্যাক্সিমাম বাউন্ডারি অ্যাওয়ার্ড’টি নিতে নাম ঘোষণা করেন রমিজ। এরপর দ্বিতীয়বার একই নাম উচ্চারিত হয় রমিজের মুখে।

তারপরের কাণ্ড আরো সাংঘাতিক! সিমন্স ঘোষণা অনুযায়ী ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে তুলে নেন। কিন্তু, কয়েক সেকেন্ড পর দুঃখ প্রকাশ করে রমিজ বলেন, ‘সরি সরি ইটস সাকিবস… সিমন্স ইউ অলরেডি গট ইওর অ্যাওয়ার্ড। সাকিব প্লিজ কাম ওভার এন্ড রিসিভ ইওর এওয়ার্ড। ইটস ইওরস।’

ইতস্তত করে পরক্ষণেই যখন সাকিবের নাম উচ্চারণ করলেন সাকিব তখন এক ঝলক তাকিয়ে মুচকি হেসে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করেন। অলরাউন্ড পারফর্মের জন্য সাড়ে ৪ হাজার ডলারের চেক হাতে তুলে নেন।

এ ম্যাচে সাকিব বল হাতে ৪ ওভারে ২৬ রান খরচায় একটি উইকেট তুলে নেন। আর ব্যাটিংয়ে নেমে সিমন্সের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন। ব্যাট হাতে ৩৫ বলে ৩টি চার আর ৩টি ছক্কায় সাকিব করেন ৫১ রান।

অতীতেও বাংলাদেশের প্রতি উদাসীনতা, পক্ষপাত দুষ্টতা ও নানা নেতিবাচক বক্তব্যের কারণে ক্রিকেট বিশ্বে রমিজকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি ঢাকা শহরে এই পাক ধারাভাষ্যকারের কুশপুত্তলিকা পর্যন্ত পোড়ানো হয়।

https://www.youtube.com/watch?v=5SdGQ_11F5c

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া