adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘খালেদা জিয়া পাকিস্তানি কূটনীতিকদের খুশি করার জন্য তাদের স্বরেই কথা বলেন’

201049Mojamel_Liberation+War_ministerডেস্ক রিপোর্ট : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ফ.ম মোজ্জাম্মেল হক বলেছেন, খালেদা জিয়া পাকিস্তানি কূটনীতিকদের খুশি করার জন্য তাদের স্বরেই কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে দেয়া বাণীতে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ৩ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করলেও এখন তিনি বাংলাদেশের শহীদের সংখ্যা নিয়ে বির্তক সৃষ্টি করছেন।
মন্ত্রী বলেন, বর্তমানে পাকিস্তানী কূটনীতিকরা বাংলাদেশের শহীদের সংখ্যা নিয়ে যে বির্তক সৃষ্টি করেছে খালেদা জিয়া তাদের খুশি করার জন্য সে ভাষায় কথা বলছেন।
আ.ফ.ম মোজ্জাম্মেল হক আজ শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। শেরপুর পৌর-এলাকার গৃদ্দানারায়ণপুরে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ১ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ৫ শতাংশ জমিতে ৩ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
মোজ্জাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী, মিথ্যা প্রচার প্রপাগন্ডা চালানো ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য অবিলম্বে আইন প্রনয়ন করা হচ্ছে। তিনি আর বলেন প্রতিটি মুক্তিযোদ্ধা ও গণহত্যা কবরগুলোকে একই নকশার ভিত্তিতে চিহ্নিত করা হবে। পরবর্তী প্রজন্ম যাতে সহজেই চিনতে পারে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের বীরদের কবর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া