adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘যুদ্ধাপরাধীর সন্তানদের সরকারি চাকরি ও ভোট দিতে দেওয়া হবে না’

photo-1454680841_115538ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীর সন্তানদের সরকারি চাকরি দেয়া হবে না। বর্তমানে যারা চাকরিতে আছেন তাদের বরখাস্ত করা হবে এমন ঘোষণা দিয়ে তিনি বলেন, এদের সন্তানদের ভোটাধিকার প্রয়োগের সুযোগও দেয়া হবে না।

ময়মনসিংহের ত্রিশালে গোহাটা মাঠে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি আয়োজিত সমাবেশে মন্ত্রী আজ শুক্রবার বিকেলে এসব কথা বলেন। এর আগে নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের শুধু সম্পদ বাজেয়াপ্ত করলেই চলবে না, তাদের সন্তানদের সরকারি কোনো চাকরি দেয়া হবে না। চাকরিরতদের বরখাস্ত করা হবে। এমনকি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগও দেয়া হবে না।’

জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানী, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এন এম শোভা মিয়া আকন্দ, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজীমুদ্দিন ধনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কটাক্ষকারীদের বিচারের জন্য অতিদ্রুত আইন করা হবে। জামায়াতে ইসলামী মানবতাবিরোধী দল। তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলার মাটিতে নেই। মানবতাবিরোধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। যুদ্ধাপরাধীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোট প্রদানের অধিকার থাকবে না বলেও জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া