adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলে বাংলাদেশের দুই ধাপ উন্নতি

BD-FOOTBALLস্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৭৭ নম্বরে। এর আগে বাংলাদেশ ছিল ১৭৯তম স্থানে। সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হলেও সবশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে খেলে বাংলাদেশ।

যদিও বাহরাইনের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় হয়ে যায় মামুনুলদের। তথাপি গ্রুপপর্বে দুই জয় ও এক ড্রয়ের ফলের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। সেই হিসেবে বাংলাদেশের দুই ধাপ উন্নতি হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জয়ী নেপালের উন্নতি হয়েছে আট ধাপ। দলটি ১৯৬ নম্বর থেকে ওঠে এসেছে ১৮৮তম স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান সবচেয়ে ভালো (১৫৪তম) অবস্থানে রয়েছে। যদিও দলটির একধাপ অবনমন হয়েছে। মালদ্বীপ রয়েছে আগের অবস্থানেই (১৫৭তম)। সাফ চ্যাম্পিয়ন ভারত একধাপ এগিয়ে ওঠে এসেছে ১৬২ নম্বরে। সাফ অঞ্চলের অন্য দলগুলোর মধ্যে পাকিস্তান আগের অবস্থানেই রয়েছে (১৮৫তম)। একধাপ পিছিয়ে শ্রীলঙ্কার অবস্থান ১৮৯ নম্বরে। এছাড়া ভুটান রয়েছে ১৯৩ নম্বরে। দলটির একধাপ অবনমন হয়েছে।   

এদিকে শীর্ষে থাকা ১০ দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি বেলজিয়াম শীর্ষে, আর্জেন্টিনা দ্বিতীয়, স্পেন তৃতীয় ও জার্মানির অবস্থান চতুর্থ। এছাড়া ব্রাজিল ষষ্ঠ, পর্তুগাল সপ্তম ও ইংল্যান্ড রয়েছে নবম স্থানেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া