adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘যুদ্ধাপরাধী পরিবারের কোন সদস্য সরকারি চাকুরি পাবে না’

news_imgনিজস্ব প্রতিবেদক : ‘খুব শীঘ্রই সকল যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি তাদের পরিবারের কোন সদস্য সরকারি চাকুরি পাবে না’ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তিকারী ও মহান স্বাধীনতা যুদ্ধে ইতিহাস বিকৃতিকারিদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে এদেশে তাদের কোন ভোটাধিকার থাকবে না। সাধারণ নাগরিক হিসাবে শুধু বসবাস করতে পারবে। তাদের পরিবারের সদস্যরা কােন সরকারি চাকুরী ও পাবে না।’

১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে দেশে এনে বিচারের সম্মুখিন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামায়াতের অঘোষিত আমির আখ্যা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় যে বাণী দিয়েছেন তাতে লেখা ছিলো ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কিন্তু তাদের প্রভূ পাকিস্তান যখন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অপকর্ম অস্বীকার করছে ঠিক সেই মুহূর্তে খালেদাও শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করছে।’

মুক্তিযুদ্ধ নিয়ে যারা কটাক্ষ করছে অচিরেই জাতীয় সংসদে আইন পাশ হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

যুদ্ধাপরাধী মুজাহিদ এবং সাকা চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পাকিস্তানের পার্লামেন্ট যে কটাক্ষ করেছে তার কড়া প্রতিবাদ করেন তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া