adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের মধ্যে এরা কারা? সংসদে প্রশ্ন

ghyjc_115411ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে বাবুল মাতব্বর নামে এক চা দোকানিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের ঘটনা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

সংসদের অনির্ধারিত আলোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি উত্থাপন করেন তিনি।

‘পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তারা কারা’-এমন প্রশ্ন উপস্থাপন করে পীর ফজলুর রহমান বলেন, ‘সমস্ত অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছের রাজা ইলিশ, আর মানুষের রাজা পুলিশ বলে অভিহিত করা হচ্ছে।’

‘দেশ যখন শান্তিপূর্ণভাবে অগ্রগতির ধারায় সামনে দিকে এগিয়ে চলছে। রাজনীতির পরিবেশ যখন শান্ত, ঠিক সেই মুহূর্তে পুলিশের মধ্যে এরা কারা? তারা এ ধরনের পরিস্থিতি ভিন্ন ধারায় প্রবাহিতের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য সমগ্র পুলিশ বাহিনীর ইমেজকে ক্ষুণ্ন করছে’যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই ধরনের কার্যক্রম কারা করছে এবং তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে- তা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করি।’

প্রসঙ্গত, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর মিরপুরে বাবুল মাতব্বর নামের এক চা দোকানিকে চাঁদা না দেওয়ায় আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

আহত বাবুল মাতব্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া