adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অধিনায়ক মেহেদীর হাসানের আপাতত টার্গেট নেপালকে হারানো

Ban 19 cricketজহির ভূইয়া ঃ প্রথম পর্ব শেষ। অনু-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম বার সেমিফাইনালে উঠেছে। কক্সবাজারের ভেন্যুতে তিন ম্যাচে টানা জিতে মাত্রই ঢাকা পা রেখেছে। মিরপুরের উইকেটে বাচা-মরার লড়াই কাল। প্রতিপক্ষ চমক লাগানো নেপাল। নেপাল আইসিসির সহযোগি ক্রিকেট খেলুড়ে দেশ হলেও হাল্কা ভাবে নিচ্ছে না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান। গুরুত্ব দিচ্ছে নেপালের অনু-১৯ ক্রিকেট দলকে। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা অনুশীলন শেষে কোয়ার্টার ফাইনালের যুদ্ধে নামার প্রস্তুতি আর নেপাল প্রসঙ্গে সাংবাদিকদের অনেক কথা জানালেন দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড আর নাম্বিয়াকে হারানো দলের অধিনায়ক মেহেদী হাসান।
এর আগে তো বাংলাদেশ অনু-১৯ দল সেমিতে খেলেনি। কেমন লাগছে বিষয়টি ভাবতে? জানতে চাওয়া হলে অধিনায়ক মেহেদী হাসান বলেন,“আমি জানি বাংলাদেশ এর আগে সেমিফাইনাল খেলেনি। আমার কাছে ভাল লাগবে বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে জিতে সেমিতে যেতে পারে। সেটা আমাদের জন্য গর্ব করার মতো বিষয় হবে। কারন আমরাই প্রথম অনু-১৯ দল যারা বিশ্ব লেভেলে সেমিতে খেলব। আমাদের টার্গেট আপাতত সেমির টিকিট কাটা। সেমিতে যেতে পারলে তারপরের চিন্তা অন্য রকম থাকবে। আমরা যে অবস্থানে আছি সেখানে ছাড় দেবার কোন সুযোগ নেই। নকআউট খেলা, হারলেই বাদ। আগের ম্যাচ গুলো থেকে আমাদের ফোকাসটা আরও বেশি থাকবে। কারন জিতে গেলে উপরে চলে যাব আর হেরে গেলে একেবারেই তলানিতে। আমরা আমাদের সাধ্য মতই চেস্টা করব। আর ঐ রকম ভাবেই আমরা মাঠে নামব।”
কোয়ার্টার ফাইনালে নেপালকে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে বলেন,“আমাদের নতুন কোন পরিকল্পনা নেই। কারন নতুন কিছু করতে গেলে সমস্যা হবে। তিন ম্যাচ যেভাবে খেলেছি সেভাবেই আমরা কালকের ম্যাচ খেলব।”
দলের সবাই ধারাবাহিক ভাবে পারফর্ম করছেন না। কোন জায়গায় উন্নতি করা প্রয়োজন। প্রসঙ্গটি উত্থাপন করা হলে অধিনায়ক জবাবে বলেন,“আসলে কক্সবাজারের উইকেট স্লো ছিল। সেভাবেই খেলার জন্য বলা ছিল ব্যাটসম্যানদের। মিরপুরের উইকেটে আমরা পরিচিত। তবে আমাদের উন্নতির সুযোগ আছে।”
কিন্তু দল জয়ের মধ্যে থাকলে ক্রিকেটারের দোষ গুলো নজরে আসে না। মন্তব্য করা হলে মেহেদী হাসান বলেন,“আসলে জয়ের মধ্যে থাকলে দলের সমস্যা গুলো নিয়ে আলোচনা করা হয় না। কিন্তু আমাদের দলে ভিডিও গবেষনক আছেন, দলের কোচ বাবুল স্যার ছাড়াও পরামর্শক স্টুয়ার্ট ল আছেন। প্রতিটি ম্যাচ শেষে আমাদের সমস্যা গুলো বিশেষ করে যে ভূল শট খেলে ব্যাটসম্যান আউট হয়েছেন তা নিয়ে আলোচনা হয়। এবং অনুশীলনে সেই সমস্যা গুলো নিয়ে কাজ করা হয়। গত তিন ম্যাচে যে সব জায়গায় সমস্যা হয়েছে তা নিয়ে অনুশীলনে আমরা কাজ করেছি। যাতে পরে আবার সেই ভূল আবার না হয়। প্রতিটি ব্যক্তিকে নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করা হয়।”
স্টুয়ার্ট ল দলকে কি বলেছেন? মেহেদী বলেন,“তিনি আমাদের বলেছেন মাঠে যেন আমরা ইনজয় করি। প্রেসার যেন না নেই। ম্যাচের শুরুতে যেভাবে খেলা শুরু করা হয় সেভাবেই যেন শেষ করি।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া