adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে হরতাল চলাকালে নাশকতা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

4_100761ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জে হরতাল চলাকালে  বেইলি ব্রিজ ভাঙাসহ নাশকতার মামলায় খোকশাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবির সভাপতিসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান এ আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের সদর থানার ফকিরতলা এলাকায় সরকারি বেইলি ব্রিজ ভেঙে ফেলে হরতাল সমর্থকরা। এ ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপির ৪০ জনকে আসামি করে মামালা  করা হয়।  মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন তদন্ত শেষে আরও ২০ জনের নাম অন্তর্ভুক্ত করেন।

পরে মামালাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০১৫ সালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়।

ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ৪৫ জনকে বেকসুর খালাস ও ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া