adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন

share 1_100580ডেস্ক রিপোর্ট : টানা ৮ দিন দরপতনের পর সোমবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচকের সামান্য উত্থানে চলছে দেশের উভয় বাজারের লেনদেন। তবে লেনদেনে ধীর গতি বজায় রয়েছে।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ৫.৪৩ পয়েন্ট। এরফলে বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৪৬.৩২ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। দরবৃদ্ধির শীর্ষে থাকা এপেক্স স্পিনিংয়ের দর ৯.৯৮ শতাংশ বেড়ে ১০৩.৫ টাকায় লেনদেন হচ্ছিল। দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের দর ৯.৯৫ শতাংশ বেড়ে ২৫.৪ টাকায় ও তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুডসের দর ৯.৯৫ শতাংশ বেড়ে ১১৬ টাকায় লেনদেন হচ্ছিল।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৮ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে অ্যাপলো ইস্পাত। এ কোম্পানির ১৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফু ওয়াং সিরামিকস। তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেনের পরিমাণ হচ্ছে ১০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস, তিতাস গ্যাস।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসইসিএক্স ৩৫.৭৮ পয়েন্ট বেড়ে ৮৫৩৩.৪৪ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া