adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যান সিটি, আর্সেনাল

1+Kelechi+Iheanacho+celebrates+scoring+the+third+goal+for+Manchester+City Sanchez+celebrates+scoring+the+second+goal+for+Arsenal স্পোর্টস ডেস্ক : তরুণ স্ট্রাইকার কেলেচি ইহেনাচোর দারুণ এক হ্যাটট্রিকে সহজেই এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। লড়াই করে হলেও শিরোপাপ্রত্যাশী আর্সেনালও পরের রাউন্ডে পা রেখেছে।

প্রিমিয়ার লিগের পর ইংলিশ ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে সিটি ৪-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে। আর্সেনাল ২-১ গোলে জিতেছে দ্বিতীয় সারির ক্লাব বার্নলির বিপক্ষে।
 
প্রতিপক্ষের মাঠ ভিলা পার্কে শুরুতেই সিটিকে এগিয়ে দেন ইহেনাচো। ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন তিনি। আর ৭৪তম মিনিটে দারুণ এক গোলে নাইজেরিয়ার এই স্ট্রাইকার হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন। বল পায়ে প্রায় ৩০ গজ দৌড়ে গিয়ে তৃতীয় গোলটি করেন ১৯ বছর বয়সী এই উঠতি তারকা।
 
এর দুই মিনিট পরেই স্কোরশিটে নাম লেখান রাহিম স্টার্লিং। ইহেনাচোর বাড়ানো বল ধরেই গোলটি করেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।
 
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে উনবিংশ মিনিটে ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। ৩০তম মিনিটে অবশ্য ওয়েলসের স্ট্রাইকার স্যাম ভোকসের গোলে সমতায় ফেরে বার্নলি।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে আলেক্সিস সানচেসের গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়নরা।
 
লিভারপুল জিততে পারেনি; ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল। প্রতিপক্ষের মাঠে ‘রিপ্লে’ জিতে অবশ্য পরের রাউন্ডে ওঠার সুযোগ থাকছে ‘অল রেডস’ নামে পরিচিত দলটির।
 
দিনের অন্য ম্যাচে তৃতীয় সারির ক্লাব কোলচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে টটেনহ্যাম হটস্পার্স।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া