adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কোনো দলকে নিশ্চিহ্নের রাজনীতি আ.লীগ করে না’

Habiganj-pic-211454155381ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করে না। বিএনপিকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চায় বলে যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। জনগণই বিএনপিকে প্রত্যাখান করেছে।’
 
শনিবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জেলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত ওই সভা হয়। সভায় আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম বাবু, সিলেটের ডিআইজি মিজানুর রহমান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আব্দুল হাই, সৈয়দ মোহাম্মদ শাহজাহান, শেখ বশির আহমেদ, আতর আলী, অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ প্রমুখ।
 
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সভ্যতা ও অর্থনীতির চাকা ঘোরাতে সবার আগে প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। বর্তমান সরকার এ ক্ষেত্রে সফল হয়েছে বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। আমার মাথা উঁচু করে কথা বলতে পারছি। আমাদের স্বক্ষমতা বেড়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারছি।’
 
তিনি বলেন, ‘বর্তমান সময়ে বিশ্বের সর্বত্রই জঙ্গিবাদের আতংক। কিন্তু বাংলাদেশে জঙ্গি নেই। যারাই মাথাচাড়া দিতে চায়, তাদের সমূলে ধ্বংস করা হচ্ছে। নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫তম। জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম মোকাবিলায় সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সিআইডিতে সাইবার ক্রাইমের ল্যাব ও স্পেশাল ব্রাঞ্চের একটি আন্তর্জাতিক মানের ডিএনএ টেস্ট ল্যাবরেটরি করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম দফায় ৩৩ হাজার পুলিশ নিয়োগ করেছে। বর্তমানে আরো ৫০ হাজার নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ১৩ হাজার নিয়োগের কাজ শেষ হয়েছে। অচিরেই আরো ১৩ হাজার নিয়োগ করা হবে। পরিবহণ সমস্যার জন্য অচিরেই এক থেকে দেড় হাজার গাড়ি কেনা হবে। হাওর এলাকার জন্য নৌযান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
 
মন্ত্রী আরো বলেন, ‘হবিগঞ্জ একটি সমৃদ্ধ জনপদ। এখানকার মানুষজনও ভালো। ফলে লোকজন এখানে বিনিয়োগ করতে আসেন। সব সময় এই  সম্প্রীতি ধরে রাখতে পারলে সব ভালো কিছুর উদাহরণ হবে হবিগঞ্জ।’
 
মন্ত্রী পুলিশ লাইনে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘পুলিশ মনোযোগ দিয়ে ভালো কাজ করেছে বলেই বাংলাদেশ ভালো আছে। জঙ্গিবাদ নিয়ে আমেরিকা তটস্থ থাকলেও বাংলাদেশে তা নেই। বাংলাদেশর মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। এখানকার মানুষ ধর্মান্ধ নয়, তারা ধর্মভীরু। বাংলাদেশে আইএসের অস্তিত্ব প্রমাণের জন্য দেশি ও আন্তর্জাতিক চক্র দুই বিদেশি নাগরিককে হত্যা করেছে।’
 
স্বারষ্ট্রমন্ত্রী শনিবার বিকেলে লাখাইয়ে পুলিশ ফাঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেন আসাদুজ্জামান খান কামাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া