adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়েছে সেনাবাহিনীতে

imagesডেস্ক রিপোর্ট : সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (ইবিআরসি) বার্ষিক অধিনায়ক সম্মেলন, কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও নবম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের পর ইবিআরসির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে রেজিমেন্টের সুসজ্জিত দল তাঁকে অভিবাদন জানায়।

ওই সময় অতিথিদের মধ্যে তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম টাইগার্স পুনর্মিলনীর মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি, রেজিমেন্টের পথিকৃত জেনারেল এম এ জি ওসমানীসহ যাঁদের ত্যাগ ও পরিশ্রমে রেজিমেন্ট গড়ে উঠেছে, তাঁদের স্মরণ করেন।

আজ বিকেল ৩টায় অক্সিজেন মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালসহ কয়েকটি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।  উদ্বোধন শেষে আগ্রাবাদে চিটাগং চেম্বার আয়োজিত বিশ্ব বাণিজ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া